কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্ম জারি রাখলেন পৃথ্বী শ। রানের মধ্যে রয়েছেন অজিঙ্কা রাহানেও। পৃথ্বী নর্দাম্পটনশায়ারের হয়ে ৫টি ম্যাচে মাঠে নেমে টানা তিনটি হাফ-সেঞ্চুরি করেন। রবিবার ওয়ান ডে কাপে লেস্টারশায়ারের হয়ে অর্ধশতরান করেন রাহানেও।
নর্দাম্পটনশায়ার বনাম ওরচেস্টারশায়ার ম্যাচ
নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে ওয়ান ডে কাপের এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে নর্দাম্পটনশায়ার ও ওরচেস্টারশায়ার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯৫ রান সংগ্রহ করে।
ওপেন করতে নেমে পৃথ্বী শ ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন। তিনি শেষমেশ ৫৯ বলে ৭২ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ১০টি চার ও ১টি ছক্কা।
পালটা ব্যাট করতে নেমে ওরচেস্টারশায়ার ৩৯ ওভারে ১৬৫ রানে অল-আউট হয়ে যায়। ১৩০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নর্দাম্পটনশায়ার। ওরচেস্টারের ক্যাপ্টেন জ্যাক লিবি ৬৮ বলে ৫০ রান করেন। মারেন ৪টি চার।
ওয়ান ডে কাপের ৫ ম্যাচে পৃথ্বীর ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. বনাম ডার্বিশায়ার- ৯।
২. বনাম হ্যাম্পশায়ার- ৪০।
৩. বনাম মিডলসেক্স- ৭৬।
৪. বনাম ডারহ্যাম- ৯৭।
৫. বনাম ওরচেস্টারশায়ার- ৭২।
লেস্টারশায়ার বনাম সাসেক্স ম্যাচ
হোভে ওয়ান ডে কাপের বি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে লেস্টারশায়ার ও সাসেক্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লেস্টারশায়ার। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৬৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অজিঙ্কা রাহানে ৫৭ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া পিটার হ্যান্ডসকম্ব ৮০ বলে ১১৯ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন। তিনি ১৫টি চার ও ২টি ছক্কা মারেন।
জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৫৩ রান তুলে ফেলে। ফলে ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে সাসেক্স। টম হেইনস ১১০ বলে ১২৯ রান করেন। মারেন ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। ৭৪ বলে ৭২ রান করেন টম ক্লার্ক। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন।
ওয়ান ডে কাপের ৪ ম্যাচে রাহানের ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. বনাম নটিংহ্যামশায়ার- ৭১।
২. বনাম ওয়ারউইকশায়ার-৩।
৩. বনাম এসেক্স- ৩৭।
৪. বনাম সাসেক্স- ৬৮।