নর্দাম্পটনশায়ারের জার্সিতে এবছর কাউন্টি ক্রিকেটে আবির্ভাবেই প্রতিপক্ষকে নিজের স্পিন জালে জড়ালেন যুজবেন্দ্র চাহাল। বোঝা গেল, নর্দাম্পটনশায়ার কেন তাঁকে ওয়ান ডে কাপের মাত্র ১টি ম্যাচে মাঠে নামানোর সুযোগও হাতছাড়া করতে রাজি হয়নি।
বুধবারই বাকি কাউন্টি মরশুমের জন্য যুজবেন্দ্র চাহালকে দলে নেওয়ার কথা ঘোষণা করে নর্দাম্পটনশায়ার। সেকেন্ড ডিভিশন কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি ৫টি ম্যাচে ভারতীয় স্পিনার মাঠে নামবেন নর্দাম্পটনশায়ারের হয়ে। তবে বুধবারই কেন্টের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচ ছিল নর্দাম্পটনের। তারা এই ম্যাচটিতেও মাঠে নামিয়ে দেয় যুজিকে। নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে নর্দাম্পটনশায়ারের জয়ের ভিত গড়ে দেন যুজবেন্দ্র।
ক্যান্টারবেরিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কেন্ট। চাহালের ঘূর্ণিতে আত্মসমর্পণ করে তারা মাত্র ৮২ রানে অল-আউট হয়ে যায়। কেন্টের ইনিংস স্থায়ী হয় ৩৫.১ ওভার। জে ডেনলি দলের হয়ে সব থেকে বেশি ২২ রান করেন। ৪৯ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ৪৪ বলে ১৭ রান করেন ম্যাট পারকিনসন। তিনি ১টি ছক্কা মারেন।
এছাড়া ২৪ বলে ১০ রান করেন একাংশ সিং। তিন ১টি চার মারেন। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি কেন্টের আর কোনও ব্যাটার। যুজবেন্দ্র চাহাল ১০ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। তিনি ৫ ওভারে কোনও রান খরচ করেননি অর্থাৎ ৫টি মেডেন ওভার নেন চাহাল।
এছাড়া জাস্টিন ব্রড ১৬ রানে ৩টি উইকেট দখল করেন। ১০ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন লিউক প্রোক্টর। উইকেট পাননি সইফ জাইব ও ফ্রেডি।
আরও পড়ুন:- East Bengal FC vs Altyn Asyr: যুবভারতীতে ৫ গোলের থ্রিলারে লড়ে হার ইস্টবেঙ্গলের
জবাবে ব্যাট করতে নেমে নর্দাম্পটনশায়ার মাত্র ১৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২১৬ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে তারা। পৃথ্বী শ ২০ বলে ১৭ রান করে আউট হন। তিনি ২টি চার মারেন। ৩৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন জেমস সেলস। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২৮ বলে ৩১ রান করে নট-আউট থাকেন জর্জ বার্টলেট। তিনিও ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
কেন্টের হয়ে ২৩ রানের বিনিময়ে একমাত্র উইকেটটি নেন বেয়ার্স। উইকেট পাননি জর্জ গ্যারেট, ন্যাথন গিলক্রিস্ট ও ম্যাট পারকিনসন।