St Lucia Kings vs Trinbago Knight Riders: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও পেশাদার ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন ক্যারেবিয়ান তারকা কায়রন পোলার্ড। এই তারকার বয়স ৩৭ বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু তিনি এখনও যখন ব্যাট হাতে বাইশ গজে নামেন তখন মনে হয় এই বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। কায়রন পোলার্ড যেন এখন আরও বেশি হিংস্র হয়ে উঠেছেন। গত মাসে, তিনি রশিদ খানের পাঁচ বলে পরপর পাঁচটি ছক্কা মেরেছিলেন, এখন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল ২০২৪) ব্যাট হাতে ঝড় তুললেন। মাত্র ১৯ বলে ৫২ রানের ইনিংস খেললেন। এই ইনিংসে তিনি চার মারেননি, তিনি শুধুই ছক্কা হাঁকালেন। এদিন কায়রন পোলার্ডের ব্যাট থেকে এসেছে ৭টা ছক্কা। এই ঝোড়ো অর্ধশতরানের সাহায্যে নিজের দল নাইট রাইডার্সকে জয়ী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন… FIFA World Cup 2026 Qualifiers: ৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল
সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে কায়রন পোলার্ড মাত্র ১৯ বলে ৫২ রান করলেন, এর ফলে ত্রিনবাগো নাইট রাইডার্সের জয় পেতে সমস্যায় পড়তে হয়নি। এক পর্যায়ে ত্রিনবাগো দলের পক্ষে জয় পাওয়া কঠিন বলে মনে হলেও এক ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেন কায়রন পোলার্ড। তিনি চার বলে ১৯ রান করেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল মাত্র তিন রান। আকিল হোসেন ওভারের প্রথম বলেই চার মেরে ম্যাচটি জিতিয়ে দেন।
১৭ ওভার শেষে ত্রিনবাগো নাইট রাইডার্স ছয় উইকেটে ১৫৬ রান করেছিল। ম্যাচ জিততে ৩ ওভারে ওভারে তাদের দরকার ছিল ৩২ রান। ১৮তম ওভারে আলজারি জোসেফ মাত্র ৫ রান দেন এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের উপর চাপ তৈরি হয়। তবে কায়রন পোলার্ডের কেরিয়ারে এই ধরনের চাপ স্বাভাবিক। কায়রন পোলার্ড ১৯তম ওভারে ম্যাথিউ ফোর্ডকে টার্গেট করার চেষ্টা করেন এবং সেই ওভারে চারটি ছক্কা মেরে ম্যাচটিকে একতরফা করে দেন।
আরও পড়ুন… আই লিগকে ঢেলে সাজাতে AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট দেখে নেওয়া হবে সিদ্ধান্ত
এর পরে, আকিল হোসেন বিজয়ী রান নেন। ১৯ বলে সাতটি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড। বোলিংয়ের সময় একটি উইকেটও নেন কায়রন পোলার্ড। বল ও ব্যাটে দুরন্ত পারফরমেন্স করে ম্যাচের সেরার পুরস্কার পান কায়রন পোলার্ড। পোলার্ড টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩২০৯ রান করেছেন এবং বোলার হিসাবে ৩২২ উইকেট শিকার করেছেন। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।