St Kitts and Nevis Patriots vs Trinbago Knight Riders: একজন খেলোয়াড়ের নাম তৈরি হয় তার পারফরমেন্স দিয়ে। নিকোলাস পুরান বিশ্ব ক্রিকেটে বিখ্যাত হয়ে উঠেছেন কারণ তিনি ছক্কা মারাতে পারদর্শী। বিস্ফোরক ইনিংস খেলতে তিনি ওস্তাদ। এই ক্ষমতার কারণেই বোলারদের কাছে ভয়ের আরেক নাম হয়ে উঠেছেন নিকোলাস পুরান। সিপিএল ২০২৪-এ, ৩১ অগস্ট, নিকোলাস পুরানের ব্যাট থেকে ছক্কার বৃষ্টি দেখা গিয়েছিল। তিনি একা হাতে এত বেশি ছক্কা মারেন যে দলের বাকি ব্যাটসম্যানরা একসঙ্গেও সেই রান করতে পারেননি। এটি করে তিনি ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিয়েছেন। এছাড়া সিপিএল ইতিহাসে তৃতীয় বৃহত্তম স্কোরও করেছে তার দল।
ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর তৃতীয় ম্যাচে সেন্ট কিটসের মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে এবং এই সময়ে নিকোলাস পুরান ঝোড়ো ইনিংস খেলছেন। সুনীল নারিন ও জেসন রয়ের উদ্বোধনী জুটি ৪ ওভারে ৪৪ রান যোগ করে ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ৪৪ রানে সুনীল নারিন একাই মাত্র ১৯ বলে চারটি ছক্কা ও ৩ চারের সাহায্যে ৩৮ রান করেন। তার আউট হওয়ার পর নিকোলাস পুরান মাঠে নামেন, এরপর দৃশ্যটি আরও ভয়াবহ হয়ে ওঠে।
আরও পড়ুন… Paris Paralympics 2024 Day 3: ভারতের ঝুলিতে পঞ্চম পদক, রুবিনার সাফল্যে ইন্ডিয়া ২২ নম্বরে
৪৩ বলে ৯ ছক্কায় ৯৭ রান করেন নিকোলাস পুরান
নিকোলাস পুরান ক্রিজে আসতেই সেন্ট কিন্টসের বোলারদের ধ্বংস করতে শুরু করেন তিনি। মাঠে ছক্কা বর্ষণ করেন পুরান। অন্য প্রান্ত থেকে, জেসন এবং প্যারিসের উইকেট অবশ্যই পড়েছিল তবে সেন্ট কিটস নিকোলাস পুরানের ব্যাট নিয়ন্ত্রণ করতে পারেনি। বোলারদের মারতে থাকেন তিনি। ফলাফল হল ২২৫.৫৮ স্ট্রাইক রেটে মাত্র ৪৩ বলে ৯৭ রান করেন পুরান। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি ছক্কা এবং সাতটি চার।
আরও পড়ুন… DPL 2024: ৬ বলে ছয়টা ছক্কা! যুবরাজকে ছুঁলেন প্রিয়াংশ! ২০ ওভারে ৩০৮/৫ রান তুলল দক্ষিণ দিল্লি
ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান
নিকোলাস পুরান তার তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিটি মাত্র ৩ রানের জন্য মিস করেন। তবে তিনি অবশ্যই ক্রিস গেইলের একটি বিশাল রেকর্ড ভাঙতে সফল হয়েছেন। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি ক্রিস গেইলের নামে ছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন পুরান। ২০১৫ সালে ক্রিস গেইল ১৩৫টি ছক্কা মেরেছিলেন। নিকোলাস পুরান ২০২৪ সালে এখনও পর্যন্ত ১৩৯টি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন… আমরা আড়াই দিনেই ম্যাচ জিততে চাই বলে এমনটা হচ্ছে: পিচ নিয়ে হরভজন সিংয়ের বিশেষ পরামর্শ
সিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর করলেন
নিকোলাস পুরান কেসি কার্টির সঙ্গে চতুর্থ উইকেটে ৫৯ বলে ১২২ রানের জুটি গড়েন। ২৭ বছর বয়সি ক্যাসি কার্টি ৩৫ বলে ৯ চার ও ৩ ছক্কার সাহায্যে অপরাজিত ৭৩ রান করেন। ইনিংসে দুজনের মধ্যে সবচেয়ে বড় জুটির ফল হল সিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটসের বিরুদ্ধে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৬৭ রানের রেকর্ডও ত্রিনবাগো নাইট রাইডার্সের নামে রয়েছে। ২৫৫ রান নিয়ে দ্বিতীয় বড় স্কোর করেছে জ্যামাইকা থালাইভাস।
জয় দিয়ে অভিযান শুরু-
ত্রিনবাগো নাইট রাইডার্সের দেওয়া ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট কিটস আট উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। ফলে এই ম্যাচটি ৪৪ রানে জিতে যায় শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচের সেরা হয়েছেন নিকোলাস পুরান।