ক্রিকেটারদের নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে সিএবি। আসলে ক্লাব ক্রিকেটের ক্ষেত্রে সিএবির কাছে অভিযোগ আসে বিস্তর। তবে গড়াপেটা সংক্রান্ত নয়, ভিনরাজ্যের খেলোয়াড়দের খেলানো নিয়ে। অনেক সময়ই নাকি ক্লাবগুলো অনৈতিক উপায় কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার লক্ষ্যে অতিরিক্ত ভিন রাজ্যের ক্রিকেটার খেলায়, যা নিয়ে সিএবি কর্তারা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে মাঝমাধ্যেই অভিযোগ আসে বিভিন্ন ক্লাব নির্ধারিত নিয়মের থেকে বেশি ভিন রাজ্যের ক্রিকেটার খেলাচ্ছে। সিএবির নিয়ম কয়েছে সর্বোচ্চ চার ভিনরাজ্যের ক্রিকেটারদের দলে নেওয়া যায়, যাদের মধ্যে সর্বোচ্চ তিনজনকে প্রথম একাদশে খেলানো যেতে পারে, কিন্তু অনেকেই সেই সংখ্যাটা বাড়িয়ে নিচ্ছেন।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
কীভাবে খেলছে ভিনরাজ্যের ক্রিকেটাররা?
আসতে এতদিন সিএবির ক্রিকেটার রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড লাগত। কিন্তু সম্প্রতি সিএবির কাছে অভিযোগ এসেছে অনেক ভিন রাজ্যের ক্রিকেটারই নাকি বাংলায় কিছুদিন থেকে বাড়ির ঠিকানা বদল করে এখানকার বাসিন্দা হিসেবে নিজেদের দেখিয়ে দিচ্ছে। যার ফলে তাঁদের আর ভিনরাজ্যের ক্রিকেটার হিসেবে খেলতে হচ্ছে না বরং বাংলার ভূমিপুত্র হিসেবেই সুযোগ পাচ্ছে তাঁরা।
ব্যাঙ্ক স্টেটমেন্টও চাওয়া হবে ক্রিকেটারদের
এই নিয়েই সিএবির তরফে এবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর শুধুমাত্র আধার কার্ডের ওপর নির্ভর করেই তাঁদেরকে খেলার সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে ক্রিকেটারদের আধার কার্ডের পাশাপাশি চাওয়া হবে ভোটার কার্ড এবং ব্যাঙ্কের গত তিন বছরের স্টেটমেন্ট। যা দেখে সহজেই অনুমান করা যায় কোন ক্রিকেটার আসলে গত তিন বছর কোন রাজ্যের বাসিন্দা ছিলেন, অর্থাৎ সে বাংলার কিনা।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
সংবিধান বদল করা হবে
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, ‘রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্টও চাওয়া হবে। এছাড়া ক্রিকেটারদের থেকে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হবে, সেখানে দেখা হবে যাতে সেটা বাংলার কোনও ব্যঙ্কের হয়, নাহলে ধরে নিতে হবে তাঁরা বাইরের রাজ্যের। ২মার্চ রয়েছে আমাদের বিশেষ সাধারণ সভা, সেখানেই এই নয়া সুপারিশ পাশ করানো হবে। ফলে সংবিধানে কিছু পরিবর্তন করতে হবে, সেটার জন্য আমরা তা সুপ্রিম কোর্টে পাঠাব ’।