শুভব্রত মুখার্জি:- ওডিআই বিশ্বকাপ জয়ের পরে প্রথমবার ২২ গজে ফিরেছে অস্ট্রেলিয়া দল। দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে লড়াইতে নেমেছে তারা। লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টের লড়াই চলছে আপাতত। প্রথম টেস্ট ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। পারথের অপ্টাস স্টেডিয়ামে প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে অজিরা। সিরিজে তারা ১-০ ফলে এগিয়ে রয়েছে। বর্তমানে ছুটির মেজাজে রয়েছে অস্ট্রেলিয়া দল। ক্রিসমাস অর্থাৎ বড়দিনের ছুটি শেষ হলেই তারা ফিরবে ২২ গজে। এবারের গন্তব্য মেলবোর্ন। তবে মেলবোর্ন টেস্টের জন্য ছোট করা হয়েছে অস্ট্রেলিয়া স্কোয়াড। মাত্র ১৩ জনের স্কোয়াড নিয়ে বক্সিং-ডে টেস্টে নামবে অস্ট্রেলিয়া দল।
২৬ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে'তে চিরাচরিত প্রথা মেনে আয়োজন করা হবে টেস্ট ম্যাচের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেই টেস্টের আগেই স্কোয়াড থেকে ছাড়া হয়েছে একজন অজি ক্রিকেটারকে। ছাড়া পেয়েছেন পেসার ল্যান্স মরিস। তিনি এবার বিগ ব্যাশে ফিরে যাবেন। সেখানে পার্থ স্কর্চার্সের হয়ে খেলবেন। অর্থাৎ মেলবোর্নে ১৪ জনের বদলে ১৩ জনের স্কোয়াড হাতে পাবেন অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পারথে অজিদের পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে পাক ব্যাটারদের। ফলে অজিদের দাপটে পিছু হাঁটতে রয়েছে পাক ক্রিকেটারদের।
পারথের উইকেটের বাউন্সের অসমানতা বারবার সমস্যায় ফেলেছে পাক ব্যাটারদের। তবে অজি পেসারদের পাশাপাশি ভালো বোলিং করেছেন তাদের একমাত্র অফ স্পিনার নাথান লিয়ন। তিনি এই টেস্টেই তাঁর কেরিয়ারের ৫০০তম টেস্ট উইকেটটি পেয়েছেন। কোন চোট আঘাতের সমস্যা না থাকলে প্রথম টেস্টের দলে দ্বিতীয় টেস্টে কোনও পরিবর্তন হবে না। অপরিবর্তিত একাদশ খেলবে মেলবোর্নে। ফলে মেলবোর্নে ও বক্সিং ডে টেস্টে খেলা হবে না স্কট বোল্যান্ডের।
একনজরে দেখে নেওয়া যাক মেলবোর্ন টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড:-
প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন,জোস হেজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার।