কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই শুরু মহিলাদের টি২০ বিশ্বকাপ। অক্টোবর মাসেই বসছে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতায় সাম্প্রতিককালে ভারতও ভালো পারফরমেন্স করেছে। এবারের ২০২৪ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু সেদেশে অশান্ত পরিবেশের কারণে কদিন আগেই আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় সরে যাচ্ছে। এবারে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। নির্দিষ্ট সময়ই হবে এই প্রতিযোগিতা, ফলে সূচিতে তেমন কোনও পরিবর্তন হয়নি। তাই দল ঘোষণার ডেডলাইনও রয়েছে আগের মতোই। এরই মধ্যে অস্ট্রেলিলায়র মহিলা ক্রিকেট দল ঘোষণা করে দিল তাঁদের প্রাথমিক স্কোয়াড। অধিনায়কত্ব করবেন অ্যালিসা হেলিই।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটর দল এরকম। অধিনায়র অ্যালিসা হেলি, সহ অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রাথ। এছাড়াও দলে রয়েছেন ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডেনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস। রয়েছেন অ্যালানা কিং, ফোব লিচফিল্ড, সোফি মোলিনাক্স, বেথ মুনি, অলরাউন্ডার এলিসা পেরি। আছেন মেগান স্কাট, অ্যানাবেল সাদার্ল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম এবং টাইলা ভ্লামেনিক।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
৪ অক্টোবর শুক্রবার আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, তাঁদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বুধবার অর্থাৎ অক্টোবরের ৯ তারিখ পাকিস্তান ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। শুক্রবার অর্থাৎ ১১ অক্টোবর নিউজিল্যান্ড মহিলা দলের সঙ্গে গ্রুপ স্টেজের তৃতীয় ম্যাচ রয়েছে এলিসা পেরি, অ্যালিসা হেলিদের।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
অক্টোবরের ১৪ তারিখ অর্থাৎ সোমবার ভারতীয় মহিলা ব্রিগেডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। এই ম্যাচই এবারের আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের ইউএসপি বলা যায়। কারণ মহিলা আইপিএলে কয়েক মাস আগেই মাতিয়ে গেছেন এলিসা পেরিরা। আরসিবিকে চ্যাম্পিয়ন করেছিলেন এলিসা পেরি, স্মৃতি মান্ধনারা। এরপর বিশ্বকাপের মঞ্চে ফের একে অপরের মুখোমুখি হবেন তাঁরা। আগের তুলনায় ভারতীয় মহিলা দলও এখন অনেক শক্তিশালী, তার প্রমাণ মিলেছে দঃ আফ্রিকার বিপক্ষে সিরিজে। তাই আরব আমিরশাহীতে মহিলাদের টি২০ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রধান বাধাই হতে চলেছে ভারত।