২০ বছরের জন্য দলীপ সমরাবীরাকে নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি। প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার ২০২৪ সালের মে মাসে সেই পদ থেকে ইস্তফা দেন। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই জন্য আগামী ২০ বছর তিনি ক্রিকেট অস্ট্রিলিয়ার অন্তর্গত কোনও দলের কোনও পদে থাকতে পারবেন না। দলীপের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি অনুসন্ধান কমিশন গঠন করা হয়। তাঁরা লক্ষ্য করেন দলীপ অনুপযুক্ত আচরণে লিপ্ত ছিলেন, যা ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির ধারা ২.২৩ লঙ্ঘন করেছে। ভিক্টোরিয়া দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করার সময়ই তাঁর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ ওঠে, ফলে মাত্র ২ সপ্তাহ দায়িত্ব পালন করার পর চলতি বছরের মে মাসে তিনি পদত্যাগ করেন।
ভিক্টোরিয়া ক্রিকেট দলের সিইও নিক কামিন্স সমরাবীরার পদত্যাগের সময় বলেছিলেন, ‘নিয়োগ প্রক্রিয়া চলাকালীন দলীপ তাঁর পছন্দের লোককে নির্দিষ্ট করে সহকারী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নীতির কারণে সেই নিয়োগটি সম্পন্ন হতে পারেনি। পরবর্তীতে দিলীপের সঙ্গে কথোপকথন হয় এবং তিনি সিদ্ধান্ত নেন কোচিংয়ের ভূমিকায় থাকবেন না আর’। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে, ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট ইনটিগ্রিটি কোড এবং নীতির অধীনে আনা অভিযোগগুলি তদন্ত করে, যা রাজ্য ও টেরিটরি অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও প্রযোজ্য। কন্ডাক্ট কমিশন অভিযোগের বিষয়গুলি শোনে। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট ভিক্টোরিয়া সমস্ত খেলোয়াড় এবং কর্মচারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ’।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভিক্টোরিয়া মহিলা ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ দলীপ সমরাবীরার উপর ২০ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে, একজন মহিলা খেলোয়াড় তাঁর বিরুদ্ধে কিছু ‘গুরুতর অভিযোগ’ করেন, সেই প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়। যদিও ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে। উল্লেখ্য, ১৯৯৩ থেকে ১৯৯৪ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলা সমরাবীরা পরবর্তী দুই দশকের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে কোনও পদে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কঠোরতম শাস্তিগুলির একটি।