জোর বিতর্ক দিয়ে ভারতীয়-এ দল বনাম অস্ট্রেলিয়া-এ দলের প্রথম বেসরকারি টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়। ফিল্ড আম্পায়ার ঘুরিয়ে বল বিকৃতির অভিযোগ আনেন ভারতীয় দলের বিরুদ্ধে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে ভারতের উইকেটকিপার-ব্যাটার ইশান কিষানকে মাঠেই সতর্ক করেন আম্পায়ার। তবে ম্যাচের শেষে যাবতীয় বিতর্কে জল ঢালে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে ছবিটা পরিষ্কার করা হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় যে, ইশান কিষানের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক্ষেত্রে বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিতর্ক বাড়তে দিতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোন আনা তো দূরের কথা, এই নিয়ে বিজ্ঞপ্তিতে একটি শব্দও খরচ করেনি তারা।
কী ঘটে চতুর্থ দিনের খেলা শুরুর আগে
ম্যাচের শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়া-এ দলের দরকার ছিল ৮৬ রান। তবে চতুর্থ দিনের খেলা শুরুর আগেই দেখা দেয় সমস্যা। ভারতীয় দলের হাতে যে বলটি তুলে দেন আম্পায়ার, সেটি গত দিনের ব্যবহার করা বল ছিল না। অন্য বল হাতে পেয়ে অবাক হয়ে যান ভারতীয় ক্রিকেটাররা। আম্পায়ারের কাছে এই নিয়ে প্রশ্ন তুললে ফিল্ড আম্পায়ার শন ক্রেগ ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন। তাঁকে বলতে শোনা যায় যে, ‘তোমরা বলে আঁচড় কেটেছিলে। তাই আমরা বল বদলে দিয়েছি। এই নিয়ে কোনও আলোচনা নয়। যাও খেলো।’ তিনি আরও বলেন যে, ‘তোমাদের এই বলটিতেই খেলতে হবে।'
ইশান কিষানের উপর কেন রেগে যান আম্পায়ার
আম্পায়ারের সিদ্ধান্ত জানার পরে মেজাজ হারান ভারতের উইকেটকিপার-ব্যাটার ইশান কিষান। তিনি বলেন যে, ‘ভীষণই বাজে সিদ্ধান্ত।’ ইশানের কথা শুনে রেগে যান আম্পায়ার। তিনি বলেন, ‘বিরক্তি দেখানোর জন্য তোমার নামে নালিশ করা হবে। এটা মোটেও ভালো আচরণ নয়। তোমার দলের কাজের জন্যই আমরা বল বদলাতে বাধ্য হয়েছি।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তিতে কী বলা হয়
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বলের পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ানোয় আম্পায়াররা বল বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হয়নি বিষয়টি ইচ্ছাকৃত নয় বলে। আম্পায়ারকে ভারতের উইকেটকিপার-ব্যাটারের বিরুদ্ধে অভিযোগ করার কথা বলতে শোনা গেলেও শেষমেশ ইশানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আরও জানানো হয় যে, বল বদলের কথা দু'দলের ক্যাপ্টেন ও ম্যানেজারকে জানানো হয়েছিল।
ভারতীয়-এ দল বনাম অস্ট্রেলিয়া-এ দলের প্রথম বেসরকারি টেস্টের ফলাফল
সিরিজের প্রথম বেসরকারি টেস্টে ভারতীয়-এ দলকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া-এ দল। ভারতের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে ১৯৫ রান তোলে। ভারত দ্বিতীয় ইনিংসে ৩১২ রান তুললে জয়ের জন্য অজিদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২২৫ রানের। অস্ট্রেলিয়া-এ দল শেষ ইনিংসে ৩ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায়।