গাব্বায় টেস্টের প্রথম দিনই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অধিনায়ক সময়ই কেটে বৃষ্টিতে। মাত্র ১৩.২ ওভার খেলা হয় প্রথম দিনে। অধিকাংশ সময়ই দুই দলের ক্রিকেটাররা বসে ছিলেন নিজেদের ড্রেসিং রুমে। যারা এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখবেন বলে ভিড় জমিয়েছিলেন সেই সব সমর্থকরাও হতাশ হন, কারণ তাঁরা তাঁদের মনের মতো খেলা দেখা থেকে বঞ্চিত হন।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
গাব্বায় খেলা দেখতে হাজির ৩০ হাজারের বেশি দর্শক-
প্রথম দুই টেস্টের প্রথম দিনেই দেখা গেছিল উইকেটের ছড়াছড়ি। ভারতীয় দল প্রথম দিনে পার্থ এবং অ্যাডিলেডে অলআউট হয়ে গেছিল। অস্ট্রেলিয়ানরাও ভারতীয় বোলারদের সামনে চাপেই পড়েছিল। আর গাব্বার ফাস্ট বাউন্সি উইকেটে যে ব্যাটাররা খুব বেশি আধিপত্য দেখাতেন না প্রথম দিনে নতুন বলে, তা অনুমান করে নেওয়া হয়েছিল। সেই কারণেই প্রথমে দিনে খেলা দেখতে ব্যাপক ভিড় হয়েছিল।
গাব্বায় দর্শকদের স্বস্তি-
যদিও পুরো খেলা দেখা থেকে সমর্থকরা বঞ্চিত হতেই কল্পতরু ভূমিকায় অবতীর্ণ হলেন অস্ট্রেলিয়ার গাব্বা কর্তৃপক্ষ। ম্যাচের প্রথম দিনে মাত্র ২৮ রান আর ৮০ বল খেলা হওয়ায়, যে দর্শকরা খেলা দেখতে এসেছিলেন তাঁদের পুরো টিকিটের দামই রিফান্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিল আয়োজকরা। ফলে দর্শকরা পুরো দিনের খেলা দেখা থেকে বঞ্চিত হলেও তাঁদের আর্থিক ক্ষতি হল না।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
৩০ হাজার দর্শকের টাকা ফেরতের সিদ্ধান্ত-
গাব্বায় প্রথম দিনে বিরাট কোহলি বনাম প্যাট কামিন্সদের দ্বৈরথ দেখতে হাজির হয়েছিল ৩০১৪৫জন দর্শক। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়, যেহেতু ১৫ ওভারের কম বোলিং করা হয়েছে তাই দর্শকদের টিকিটের সম্পূর্ণ মূল্যই ফেরত দিয়ে দেওয়া হবে। ভারতীয় দল টস জিতে বোলিং নেওয়ার পর ৬ ওভার খেলা গড়াতে না গড়াতেই ম্যাচ বৃষ্টির জন্য থেমে যায় এবং খেলা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
দ্বিতীয় দিনেও বৃষ্টি হতে পারে-
এরপর খেলা গড়ালেও বেশিক্ষণ আর বোলিং সম্ভব হয়নি। বরুণ দেবতা রুষ্ট হওয়ায় ফের বৃষ্টি শুরু হয়। দ্বিতীয় দিনেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এই টেস্ট ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার ক্ষেত্রে। তাই বিরাটরা চাইবেন দ্বিতীয় দিনে বৃষ্টির ভ্রুকুটি সরে গিয়ে যেন খেলা হয়, এবং ভারতীয় বোলাররা যাতে দ্রুত অজি ইনিংসে পতন ঘটাতে পারে।