অস্ট্রেলিয়ায় বল বিকৃতির দায় অভিযুক্ত ইশান কিষান- রুতুরাজ গায়কোয়াড়রা।যদিও বিষয়টা নিয়ে কিছু প্রমাণিত হয়নি। তবে সে দেশের মিডিয়া থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা, সবাই ভারতকে দোষী প্রমাণিত করতে ব্যস্ত। অবশ্য অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক বিতর্কিত সেই ম্যাচ শেষে জানিয়েছিলেন, বল বিকৃতি করার মতো ঘটনা তাঁর চোখে পড়েনি। বল নেহাতই খেলার জন্য খারাপ হয়ে গেছিল। তাই জন্য আম্পায়ার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি বিশ্বাস করেন, সমস্যাটি দ্রুত সমাধান করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতের বিরুদ্ধে অভিযোগটি কী?
বর্ডার-গাভাসকর সিরিজের আগে ভারতীয় এ দল অস্ট্রেলিয়া সফরে গেছে। সেখানে প্রথম ৪ দিবসীয় ক্রিকেট ম্যাচে ঘটনাটি ঘটে। অজি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতীয় এ দলের ক্রিকেটাররা বল ট্যাম্পারিং করেছেন। ম্যাচের চতুর্থ দিনে ২২৪ রান ডিফেন্ড করার সময় অনফিল্ড আম্পায়ার শন ক্রেগ ভারতীয় ক্রিকেট টিমের হাতে নতুন বল তুলে দেন। স্টাম্প মাইকে আম্পায়ারকে বলতে শোনা যায়, ‘যখন বলে স্ক্র্যাচ রয়েছে, আমরা বল পরিবর্তন করব। আর কোনও কথা হবে না।’ ঘটনাটি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের তরফে প্রতিবাদ জানানো হয়। ইশান কিষান সরাসরি আম্পায়ারকে উদ্দেশ্য করে বলেন ‘এটা বোকার মতো সিদ্ধান্ত।’ এরপরেই ক্রেগ তাঁকে ‘অনুপযুক্ত’ আচরণের জন্য সতর্ক করেন। এই সব কারণে বিঘ্ন ঘটে খেলায়। যেই কারণে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচ।
ডেভিড ওয়ার্নার বিষয়টা নিয়ে কী বলছেন?
বুধবার সিডনিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ার্নার বলেছেন, ‘আমি মনে করি, ভারত এখানে খেলতে আসার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্টতই এটিকে ধামাচাপা দিল। কিন্তু আম্পায়াররা যদি মনে করেন যে বল নিয়ে কিছু কারসাজি হয়েছে, তবে আমি নিশ্চিত যে ঘটনাটি ফলো-আপ করা হবে এবং আমি মনে করি আম্পায়ার বা ম্যাচ রেফারিদের এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। ম্যাচ রেফারির সামনে এসে তাদের বক্তব্যগুলি রাখা উচিত, আম্পায়ারের সিদ্ধান্ত যদি সঠিক হয় সেটা স্পষ্ট করা উচিত। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ারও একটি বিবৃতি জারি করা উচিত।’ যদিও ঘটনায় মোটেও খুশি নয় ভারতীয় শিবির। এই কারণে ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনও এড়িয়ে গিয়েছিলেন তাঁরা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক আধিকারিক জানিয়েছেন, বল খেলার কারণে খারাপ হয়েছিল। ঘটনায় কারোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।