ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। জাতীয় দলের এই তারকাই এখন চর্চার কেন্দ্র বিন্দুতে। সচরাচর কোনও ক্রিকেটাররাই জাতীয় দলে খেলার সময় লাইম লাইটে থাকেন যেমন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। কিন্তু রাহুল দ্রাবিড় জমানার শেষের পর ভারতীয় দলের কোচের পদে গৌতি আসার সঙ্গেই সঙ্গেই সব আলোচনার কেন্দ্রবিন্দুতেই তিনি। শ্রেয়সের দলে ফেরা থেকে বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক, কিংবা সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব পাওয়া। সব বিষয় নিয়েই চলছে তুমুল চর্চা। এরই মধ্যে গৌতম গম্ভীরকে নিয়ে বড় রহস্যই ফাঁস করলেন তাঁর ছোটবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ।
আরও পড়ুন-ঝুলে রইল আনোয়ার ইস্যু! সিদ্ধান্ত নিতে পারল না এআইএফএফ! ফের শুনানি পরের সপ্তাহে…
এমনিতে আইপিএলের সময় কোচ হিসেবে তিনি যথেষ্টই সিরিয়াস থাকেন, খুব বেশি হাসি ঠাট্টা করতে দেখা যায় না। ভারত পাকিস্তান ম্যাচে শাহিদ আফ্রিদির সঙ্গে ঝামেলা অথবা কোহলির সঙ্গে লড়াই, গৌতিকে সকলেই চেনে মাথা গরম ব্যক্তি হিসেবে, এবার এক অন্য গল্পই জানালেন তাঁর ছোটবেলার কোচ। গৌতম গম্ভীর বাইরে থেকে নারকেলের মতো শক্ত হলেও ভিতর থেকে নাকি একদমই নরম, সেই কারণে দলের খারাপ পারফরমেন্সে নাকি অনেক সময় কেদেও ফেলেন গৌতি, জানাচ্ছেন তাঁর কোচ।
আরও পড়ুন-নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!
২০১৯ সালে দ্রোণাচার্য পুরস্কার পাওয়া সঞ্জয় জানাচ্ছেন মাত্র ১২-১৩ বছর বয়স থেকেই নাকি হারতে একদম পছন্দ করতেন না গৌতম গম্ভীর। তাঁর কথায়, ‘গৌতম গম্ভীর এখনও বাচ্চা। সরল ছোট্ট বাচ্ছার মতোই এখনও ব্য়বহার করে ও। ওর ভিতরে কোনও প্যাঁচ নেই, একটা ১২ বছরের বাচ্ছার মতো। লোকে ওর জেতার মানসিকতাকে ভাবে ও বুঝি অত্যন্ত আগ্রাসী বা খারাপ, কিন্তু সেটা একদমই নয়। ছোটবেলায় নেটে অনুশীলনের পর ওকে যখন ম্যাচ খেলাতাম, তখনও হেরে গেলে খুব কাঁদত। ও হারতে পছন্দ করেনা। তাই ওর মতো ব্যক্তিত্ব সিরিয়াস থাকাটাই স্বাভাবিক। এত যুব ক্রিকেটারের কেরিয়ার তৈরি করেছে ও। জিততে সেই পারে, যে জানে হার এড়াতে কিভাবে হয়। সেটা গৌতি জানে, তাই ওকে অনেকে অহংকারী ভাবলেও আসলে ও খুবই ভদ্র এবং সরল’।
দায়িত্ব নিয়েই আউট অফ দ্য বক্স কাজ করছেন গৌতি। বোলিং করতে দেখা গেছে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংদের । এই নিয়ে তাঁর ছোটবেলার কোচ বলছেন, ‘গৌতম গম্ভীর খুব বেশি টেকনিক্যাল বিষয় নিয়ে মাথা ঘামায় না, কারণ ওই পর্যায়ের ক্রিকেট খেললে নতুন করে টেকনিক শেখানোর কিছুই থাকে না। গৌতি কাজ করবে ট্যাকটিকাল বিষয়। ওর কাজ এখন যেসব ক্রিকেটারের মনোবল ভেঙে পড়েছে, তাঁদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়িয়ে তোলা এবং ওদের থেকে সেরাটা বার করে নিয়ে আসা। তিন মাস আগে ও সুনীল নারিনকে বলেছিল, তোমায় বোলিং করতে হবে না, আমি ব্যাট হাতে রান চাই তোমার থেকে, গৌতম গম্ভীর এমনই ’।