আইপিএলে হেরেই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স হোক বা মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব ম্যাচের পর আর কারোর বিরুদ্ধেই চাকা ঘোরাতে পারেনি ফাফ ডুপ্লেসির দল। গত ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে দুরন্ত ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। বয়স বাড়লেও বুড়ো হাড়েই ভেল্কি দেখিয়ে যাচ্ছেন কার্তিক। দলের সকলে যেদিন ব্যর্থ হচ্ছেন সেদিনও একা লড়ে যাচ্ছেন বর্ষীয়ান এই ক্রিকেটার। মুম্বই ম্যাচে তো নিজেকে সামলাতে না পেরে কার্তিকের ব্যাটিং দেখে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেই ফেলেন, সামনে টি২০ বিশ্বকাপ আসছে বলেই কার্তিক আবার ফর্মে ফিরেছে। এরই মধ্যে দলের বিষয় মুখ খুললেন দীনেশ কার্তিক। কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রশংসায় ভরাতে গিয়ে অবশ্য আলটপকা মন্তব্য করে ফেলেছেন দীনেশ। যেখানে তার কথা শুনে মনে হচ্ছে দলের অধিনায়ককেই খারাপ পারফরমেন্সের জন্য দুষলেন কার্তিক।
সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের সঙ্গে এক পডকাস্টে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সম্পর্কে প্রশংসা শোনা যায় কার্তিকের গলায়। সেই সময়ই ফ্লাওয়ারের প্রশংসা করতে গিয়ে কার্তিক বলেন, ‘আমার দেখা সেরা কোচদের মধ্যে অ্যান্ডি ফ্লাওয়ার অন্যতম। আমার খুবই ভালো লাগছে একসঙ্গে কাজ করতে। কিন্তু ক্রিকেট তো আর ফুটবল নয় যে কোচ বা ম্যানেজারের হাতে সব থাকে। ক্রিকেট তো অধিনায়কের দ্বারা পরিচালিত হয়। তাই হার বা জয় দিয়ে শুধু বিচার করলে হবে না, যতটা ভালো সাপোর্ট দেওয়ার সেটা দিয়েছে কোচিং স্টাফরা। ডিরেক্টর অফ ক্রিকেট মহম্মদ বাটও খুব ভালো কাজ করছে’।
আরও পড়ুন- IPL 2024-দর্শকরা যত বিদ্রুপ করবে ভালো খেললে ততই…হার্দিকের জন্য যুক্তি সাজালেন ইশান
কার্তিক আরও বলেন,'দলকে যতরকমভাবে সাহায্য করার, সেটা করছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কার কি রোল সেটা ভালো ভাবে তো বুঝিয়েইছেনই, পাশাপাশি অন্যান্য বিষয়তেও যথেষ্ট জোর দিয়েছেন। প্রত্যেকটি ক্রিকেটারকে খেলার পর ছুটি দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত স্বাধীনতার জায়গা দেন। তাদের সমস্যার জায়গা গুলো বুঝেছেন। ক্রিকেটিয় বিষয়গুলোর পাশাপাশি ক্রিকেটাররা যাতে চাপহীন থাকে সেই চেষ্টাও করেন তিনি’.
আরও পড়ুন-IPL 2024-শূন্যের লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের, ধরে ফেললেন রোহিত-কার্তিককে
কার্তিক যতটা সহজে বিষয়টি বলে দিয়েছেন, বিষয়টা অতটাও সহজ নয় বলেই মনে করছে ক্রিকেটমহল। কারণ সত্যিও তো এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর খারাপ পারফরমেন্সের অন্যতম প্রকট কারণ ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসির খারাপ পারফরমেন্স এবং ওপেনিং পার্টনারশিপে ধারাবাহিকতার অভাব।
আরও পড়ুন- IPL 2024- ভারতীয় দল থেকে বিরতিটা দরকার ছিল, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ইশান
৬ ম্যাচে যেখানে বিরাট কোহলি করেছেন ৩১৯ রান, সেখানে অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ১৭০ রান। তার মধ্যে শেষ ম্যাচে এসেছে ৬১ রান। বাকি ৫ ম্যাচে ডুপ্লেসি করেছেন ১০৯ রান। ফলে ম্যাক্সওয়েল বা গ্রিনের খারাপ পারফরমেন্স নিয়েও তিনি বেশি কিছু বলার জায়গায় নেই। ৩৮ বছর বয়সি কার্তিক সেখানে ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে মাঠে নেমে করেছেন ১৪৩ রান। ফলে কার্তিকের মন্তব্য ঘুরিয়ে ডুপ্লেসির পারফরমেন্স নিয়ে যে প্রশ্ন তুলে দিল, তা বলা