ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিরল ঘটনা ঘটল ওমানে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এক একটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু যানজটের কারণে সেই ম্যাচ নাকি সময় মতো শুরু করাই গেল না। এমনই অদ্ভূত ঘটনার সাক্ষী থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নামিবিয়া ম্যাচ। ৪৩ ওভার করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
অপ্রত্যাশিত এবং অদ্ভূত লজিস্টিকাল বাধ্যবাধকতার কারণে এই ম্যাচে ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দলেই সময়ের মধ্যে ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছাতে পারেনি। ওমানের রাজধানি মুস্কাটে একাধিক রাস্তা সেদিন বন্ধ থাকার কারণে দুই দলের মাঠে পৌঁছাতে দেরি হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেটের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয় ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেরা পেনা এরপর বিষয়টি খোলসা করে জানান, ওমানের রাস্তায় সেই সময় একটি রেস বা দৌড় আয়োজিত হয়েছিল। সেই কারণে শহরের সব রাস্তায় বিশাল জানজট তৈরি হয়, কারণ বেশ কয়েকটি রাস্তাই সেই সময় বন্ধ রাখা হয়েছিল। তাই সহজে গাড়ি চলাচল করা যাচ্ছিল না, সেই কারণেই দুই দলেরই টিম বাস আটকে যায়। ফলে মাঠে আসতে তাঁদের দেরি হয়।
যে রাস্তা দিয়ে নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাস আসার কথা ছিল সেই রাস্তাতেই ম্যারাথন/ আইরনম্যান রোড রেস হচ্ছিল। সেই কারণে দেরি করে দুই দল আসায় আম্পায়ার, ম্যাচ রেফারিরা দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচের ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেন। এরপর ৪৩ ওভার করে খেলা হয় দুই দলের মধ্যে।
টস জিতে সেখানে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ব্যাট করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল(৬৫), মিলিন্দ কুমার(৫৪) এবং আন্দ্রিস গৌস(৭৬), তিনজনই অর্ধশতরান করেন। সেই সুবাদে নির্ধারিত ৪৩ ওভারে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ উইকেট হারিয়ে তুলেছিল ২৯৩ রান। অর্থাৎ নামিবিয়ার জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৯৪।
জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়ার লড়াই শেষ হয়ে যায় মাত্র ১৭৯ রানের মধ্যেই। ১১৪ রানে ম্যাচ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরানের পর বল হাতেও নজর কাড়েন মার্কিন অলরাউন্ডার মিলিন্দ কুমার। নেন চার উইকেট। এই জয়ের সুবাদে ১৮ পয়েন্টে পৌঁছে গেল মার্কিনরা। এক ম্যাচ বেশি খেলে কানাডার থেকে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে মোনাঙ্ক প্যাটেলরা।