আইপিএল ২০২৪ অভিযান শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের। এবারে আর তারা প্লে অফে পৌঁছাতে পারেনি। মহেন্দ্র সিং ধোনির এবারের আইপিএলটা তেমন ভালো যায়নি। শুরুর দিকের কয়েকটা ম্যাচ সিএসকে জিতে যাওয়ায় বোঝা যায়নি মাহির শারীরিক অবস্থার কথা। এরপর সিএসকের টপ অর্ডার ব্যর্থ হতেই মিডল অর্ডারে গিয়ে চাপ পড়ে। শিবম দুবে এবং জাদেজা বেশ কয়েকটা ম্যাচ দুর্দান্ত ইনিংস খেললেও, বিদেশিরা তেমন নজর কাড়তে পারেননি। ফলে অনেক ম্যাচেই প্রয়োজন ছিল মাহির ব্যাটিং অর্ডারে উন্নতি করার। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সেই ঝুঁকি নিতে পারেনি সিএসকে টিম ম্যানেজমেন্ট। এরপরই মাঠে ধোনির পিঠে বেল্ট লাগিয়ে নামা, সিঁড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামা দেখেই অনেকে ধরে নিয়েছেন খুব বেশিদিন তাঁর পক্ষে হয়ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। যদিও ধোনির অবসর প্রসঙ্গে বড় বার্তা দিলেন তাঁর দলের সিইও কাশী বিশ্বনাথন।
আরও পড়ুন-বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার
মহেন্দ্র সিং ধোনি এখনই অবসর নিচ্ছেন না, তা স্পষ্ট হয়ে গেল সিএসকের সিইওর কথায়। কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ ড্রেসিং রুমে আরসিবির ম্যাচের পর ধোনির সঙ্গে এই নিয়ে কোনও কথা হয়নি। আমরা কখনই ওর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইনি ওর থেকে, আর ও নিজেও এবিষয় আমাদের কিছু বলেনি। যখন ধোনি কোনও সিদ্ধান্ত নেবে, আমাদের ও জানাবে, ততদিন আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করব না’।
আরও পড়ুন-রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!
মহেন্দ্র সিং ধোনির অবসর অবশ্য নির্ভর করছে আরও একটি বিষয়ের ওপর। বিসিসিআই যদি আগামী বছরের মেগা নিলামের আগে প্রেয়ার রিটেনশন রুল জারি রাখে, সেক্ষেত্রে তিনি আরও একবছর এই দলেই খেলতে পারেন। বর্তমানে সিএসকের সবচেয়ে দামি ক্রিকেটারদের মধ্যে অন্যতম তিনি। রবীন্দ্র জাদেজা ১৬ কোটি টাকা পান, মহেন্দ্র সিং ধোনি বর্তমান সিএসকে থেকে পান ১২ কোটি টাকা। মাহির দলের সঙ্গে থাকা সিএসকের ব্র্যান্ডের জন্য খুব ভালো, সেই কারণে বিসিসিআই এবং মাহি কি সিদ্ধান্ত নেন, সেই নিয়েও বেশ দোটানায় রয়েছে কর্তারা।
আরও পড়ুন-জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর
২০২৪ আইপিএল শুরুর আগেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়ে রুতুরাজের কাঁধে গুরুদায়িত্ব তুলে দিয়েছিলেন মাহি। রুতু নিজের মতোই চেষ্টা করেছেন। ব্যাট হাতে তিনি সফল হলেও, দলকে অধিনায়ক হিসেবে প্লে অফে নিয়ে যেতে পারেননি। নতুন অধিনায়কত্ব পাওয়ায় এবার ধোনির থেকে অনেক সাহায্যই পেয়েছেন,আরও একটা বছর মাহি খেলতে পারলে নিজের অধিনায়কত্বের স্কিল আরও খানিকটা বাড়িয়ে ফেলতে পারবেন তিনি।