২০২৫ আইপিএলের নিলামের আগেই সূত্র মারফত এক খবর জানা গেছে, ফিরিয়ে আনা হচ্ছে আইপিএলের এক পুরনো নিয়ম আনক্যাপড প্লেয়ার রুল অর্থাৎ আনক্যাপড প্লেয়ারদের অনেক কম দামে দলে রিটেন করা যায়। সেই নিয়ম দীর্ঘদিন যাবত উঠে গেছিল, কিন্তু আবারও আইপিএলে প্রত্যাবর্তন হতে চলেছে এই নিয়মের। যার ফলে সিএসকে শিবির সুবিধা পাবে বলেই মনে করছেন আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটমহল।
আরও পড়ুন-এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ড্র! ইরান, কাতারের ক্লাবের সঙ্গে কঠিন গ্রুপে মোহনবাগান…
কি এই আনক্যাপড প্লেয়ার রুল?
আন ক্যাপড প্লেয়ার রুলের অর্থাৎ হল যদি কেউ পাঁচ বছর বা তাঁর বেশি দিন আগে ক্রিকেট থেকে অবসর নিয়ে থাকে, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থেকে থাকে, তাহলে আইপিএলে তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে যেই দলে তিনি খেলেন সেই দল অনেক কম টাকায় সেই ক্রিকেটারকে দলে রাখতে পারবে।
এই নিয়ম মূলত ফিরিয়ে আনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির জন্য। কারণ তাঁর এই মূহূর্তে যা পারফরমেন্স, তার তুলনায় অনেক চড়া দাম পান তিনি। কিন্তু ধোনিকে দেওয়া অর্থের থেকেও সিএসকের যেটা সমস্যা হয়েছিল, তা হচ্ছে স্যালারি ক্যাপের যে সর্বোচ্চ সিমা তাতে অর্থ টান পড়ছিল, সেই কারণেই তাঁরা চেয়েছিল যাতে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলানো যেতে পারে, যদিও তাঁরা বিসিসিআইকে এই নিয়ে কোনও আবেদন জানায়নি বলে দাবি করেছেন সিএসকের সিইও।
আরও পড়ুন-শুধু ক্রিকেটাররাই নন, নতুন এনসিএর দরজা খোলা নীরজদের জন্যেও! বড় বার্তা জয় শাহের…
বিসিসিআইয়ের তরফ থেকে আনক্যাপড প্লেয়ার রুল ফিরিয়ে আনার একটা জল্পনা শুরু হতেই চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন বলছেন, ‘আমি এই নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারে কিছুই জানি না, আমরা বিসিসিআইকে এই নিয়ে কিছুই বলিনি। ওরা নিজেরাই আমাদের জানিয়েছে যে আনক্যাপড প্লেয়ার নিয়ম আইপিএলে রাখা হতে পারে, ব্যাস এটুকুই। ওরা তো কোনও কিছু ঘোষণাও করেনি ’।
উল্লেখ্য বিসিসিআইয়ের এই নিয়মের বিরোধিতা করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ, তাঁদের দাবি ছিল এর ফলে ক্রিকেটারদের অসম্মান করা হবে। মহেন্দ্র সিং ধোনি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, ‘আমি আইপিএলে খেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আগে দেখতে হবে আইপিএলের রিটেনশন নিয়ম কিরকম হচ্ছে। এখনও অনেক সময় বাকি, তবে বল আমাদের কোর্টে নেই। নিয়ম প্রকাশ্যে এলে দলের স্বার্থেই যা সিদ্ধান্ত নেওয়ার নেব ’।
আরও পড়ুন-রোজ ভোর ৪টেয় উঠে ৫ কিমি দৌড়! বাংলাদেশ সিরিজ নিয়ে আশা না রাখলেও নিজে তৈরি থাকছেন সরফরাজ…
২০১৯ ওডিআই বিশ্বকাপে খেলার পর ধোনি আর মাঠে নামেননি জাতীয় দলের জার্সিতে। ২০২০ সালের ১৫ অগাস্ট অবসর ঘোষণা করেন, ফলে ২০২৫ আইপিএলের আগে তাঁর অবসর নেওয়ার পর পাঁচ বছর কেটে যাবে,সেই সূত্রেই মাহিকে ধরে রাখতে বদ্ধপরিকর সিএসকে। তবে ভুলে গেলে চলবে না, আইপিএলে জৌলুশের অন্যতম কারণই সিএসকে এমএস ধোনি। তাঁর উপস্থিতি এই প্রতিযোগিতার আকর্ষণ বাড়ায়, একইসঙ্গে সম্প্রচারকারী সংস্থাও টিআরপিতে ভালো জায়গায় থাকে, ফলে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।