শুভব্রত মুখার্জি:- চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে ভারতের। ইতিমধ্যেই তারা সুপার এইট পর্বে পৌঁছে গিয়েছে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার ম্যাচ শেষ। সুপার এইট পর্বের ম্যাচগুলো ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানকার উইকেট আমেরিকার উইকেটের থেকে অনেকটাই আলাদা হবে। আমেরিকার উইকেটে বাউন্সের সমস্যা ছিল। স্পঞ্জি বাউন্স, বল হঠাৎ হঠাৎ করে ওঠানামা করার ফলে এই উইকেট পেসারদের সহায়তা করেছে।
তবে ক্যারিবিয়ানভূমে উইকেট একেবারেই পাটা হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আদর্শ টি-টোয়েন্টি ফর্ম্যাটের ব্যাটার সহায়ক উইকেট হতে চলেছে এই উইকেটগুলো। মাঝে-মাঝে এই উইকেটে বল স্পিন করতে পারে বলেও আশা বিশেষজ্ঞদের।এমন আবহে প্রাক্তন কিউয়ি অধিনায়ক তথা আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং মনে করেন, এই পাটা উইকেটে ভারতের হয়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব। ফ্লেমিং আশা করেছেন, ভারতীয় প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে কুলদীপকে।
প্রসঙ্গত ২০১৭ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল কুলদীপ যাদবের। ভারতের হয়ে ৩৫ টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৫৯ টি উইকেট।ইকোনমি ৬.৭৫। ভারতের হয়ে শেষ এক বছরে বেশ ভালো পারফরম্যান্স তাঁর। গত ওডিআই বিশ্বকাপে ও তিনি ভারতের হয়ে ফাইনালে খেলেছেন। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই কুলদীপ যাদব যে ভারতের সবথেকে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন, তা মনে করেন স্টিফেন ফ্লেমিং। তাঁর মতে ক্যারিবিয়ানভূমের উইকেটে বল হাতে ভারতের হয়ে ম্যাচ উইনার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে কুলদীপের।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিদের কোচ জানিয়েছেন, ‘ভারতের হাতে এখনও সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী ক্রিকেটার খেলানোর। কখনওই এক পদ্ধতিতে খেলার বিষয়ে আটকে থাকে উচিত নয়। এতে সুযোগ আসলেও তা নষ্ট হয়ে যেতে পারে। ফলে সমস্ত দিক খোলা রাখতে হবে। খোলা রাখতে হবে যাতে করে সুযোগ আসলে সুযোগ নষ্ট না হয়। পরিবেশ পরিস্থিতিকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়, তা খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, 'আমি মনে করি কুলদীপ হয়ত ভারতের প্রথম একাদশের হয়ে খেলবে। এর ফলে ভারতের উইকেট নেওয়ার যে অপশন আছে, তা আরও বৃদ্ধি পাবে। ওয়েস্ট ইন্ডিজের পাটা উইকেটে ভারতকে উইকেট এনে দিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বল স্পিনও করতে পারে। সেক্ষেত্রে তো ও অবশ্যই উইকেট নেওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠবে।'
ভারতের সুপার এইট গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ২০ জুন ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ২২ জুন তারা দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ২৪ জুন তারা তৃতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে তাদের ট্রফি জয়ের যে খরা চলছে, তা তারা এবার কাটিয়ে উঠবেন বলেই আশা ভারতীয় সমর্থকদের।