এমএস ধোনির ব্যাটিংয়ে হয়তো মরচে ধরেছে, কিন্তু উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতায় এতটুকু জং ধরেনি। সেটা শনিবার আরও একবার প্রমাণিত হল। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচে রবীন্দ্র জাদেজা-ধোনি যুগলবন্দিতে দুরন্ত একটি রানআউট করেন। জাদেজার বুলেট থ্রো ধরে চোখের পলকে উইকেট ভাঙেন ধোনি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি। আর দিল্লির ইনিংসের শেষ ওভারে ঘটে ঘটনাটি। ১৯.২ ওভারে কেএল রাহুলকে আউট করেন মাথিশা পাথিরানা। রাহুলের পরিবর্তে ক্রিজে আসেন আশুতোষ শর্মা। আর শেষ ওভারের তৃতীয় বলে তিনি রানআউট হন। পাথিরানার ইনসুইং বলটি ডিপ স্কোয়ার লেগের দিকে ঠেলে দেন আশুতোষ। রবীন্দ্র জাদেজা দৌড়ে এসে বল সংগ্রহ করেন। এবং দ্রুত গতিতে সেটা ছুঁড়ে দেন ধোনির দিকে। তখন আশুতোষ দ্বিতীয় রানের জন্য দৌড়াচ্ছিলেন।
আরও পড়ুন: তিলককে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্ত মানতে পারেননি, তীব্র বিরোধীতা করেন সূর্য, সেই ভিডিয়ো হল ভাইরাল
একটু ঝুঁকি নিয়েই দ্বিতীয় রান নিয়েছিলেন। কিন্তু জাড্ডু-মাহি যুগলবন্দির কাছে পেরে উঠলেন না তিনি। আশুতোষ ক্রিজে পৌঁছানোর আগেই, বল ধরে বিদ্যুৎ গতিতে উইকেট ভেঙে দেন ধোনি। আশুতোষ মরিয়া হয়ে লম্বা ডাইভ দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ১ বলে ১ রান করে সাজঘরে ফরতে হয় আশুতোষ শর্মাকে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। চেন্নাইয়ের মাঠে দুপুরে খেলা থাকলে তা অস্বাভাবিক নয়। আগের ২০টি ম্যাচের ১৮টিতেই আগে ব্যাট করেছে টসে জয়ী দল। তবে দিল্লি শুরুটা ভালো করেনি। প্রথম ওভারেই খালিল আহমেদের বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে আউট বন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (০)। দলের শূন্য রানেই প্রথম উইকেট হারায় দিল্লি। শারীরিক অসুস্থতার কারণে ফ্যাফ ডু'প্লেসি না খেলায়, ম্যাকগার্কের সঙ্গে ওপেন করেছিলেন কেএল রাহুল। তিনি কিন্তু শুরু থেকেই দলের হাল ধরার চেষ্টা করেন।
দ্বিতীয় উইকেটে বাংলার অভিষেক পোড়েলের সঙ্গে জুটি বেধে স্কোরবোর্ডে রান যোগ করতে শুরু করেন রাহুল। অভিষেক কিছুটা আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন। মুকেশ চৌধুরিকে ইনিংসের দ্বিতীয় ওভারে পিটিয়ে ১৯ রান নেন। তবে পাওয়ার প্লে-তে খুব বেশি রান হয়নি দিল্লির। অশ্বিন এবং খালিল মিলে রানের গতি কমিয়ে দিয়েছিলেন। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ করে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: ওকে সময় দেওয়া দরকার… রোহিতের চোটের আপডেট দিলেন MI কোচ, শীঘ্রই বুমরাহ দলে যোগ দেবেন, আশাবাদী হার্দিক
সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজা বল করতে এসে ফেরান অভিষেককে। ১টি ছক্কা এবং চারটি চারের সৌজন্যে ২০ বলে ৩৩ রান করেন আউট হন অভিষেক। চারে নেমে অক্ষর প্রথম বলেই জাডেজাকে ছয় মারলেও, রাহুলের সঙ্গে লম্বা জুটি গড়তে পারেননি। ১৪ বলে ২১ করে তিনি সাজঘরে ফেরেন। উল্টোদিকে উইকেট পড়লেও, একটা দিকের হাল ধরে রেখেছিলেন রাহুল। সমীর রিজভি ১৫ বলে ২০ করেন। ছয়ে নেমে ত্রিস্তান স্টাবস ১২ বলে অপরাজিত ২৪ করেন। শেষ ওভারে আউট হয়ে যান রাহুলও। ৫১ বলে ৭৭ করেন কেএল। তাঁর এই ইনিংসে ছিল ৩টি ছক্কা, ৬টি চার। তবে রাহুলের ইনিংসের সৌজন্যেই নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে দিল্লি ক্যাপিটালস। সিএসকে-র হয়ে খালিল আহমেদ নেন ২ উইকেট।