বাংলা নিউজ > ক্রিকেট > CSK vs KKR: ধোনির নামের শব্দব্রহ্মের থেকে বাঁচতে দু'কান চাপলেন রাসেল, পরে জাহির করলেন মাহির প্রতি মুগ্ধতার কথা- ভিডিয়ো

CSK vs KKR: ধোনির নামের শব্দব্রহ্মের থেকে বাঁচতে দু'কান চাপলেন রাসেল, পরে জাহির করলেন মাহির প্রতি মুগ্ধতার কথা- ভিডিয়ো

ধোনির নামের শব্দব্রহ্মের হাত থেকে বাঁচতে দু'কান চাপলেন রাসেল।

Chennai Super Kings vs Kolkata Knight Riders: ধোনিকে ঘিরে ভক্তদের কান ফাটানো উল্লাসের জেরে তখন মাঠে টেকা দায়। ১২৫ ডেসিবেলের উপর শব্দে কাঁপছিল চিপক। সেই সময়ে বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করছিলেন আন্দ্রে রাসেল। রাসেলকে দেখা যায়, সেই শব্দের হাত থেকে বাঁচতে দু'হাত দিয়ে কান চেপে ধরে রেখেছেন।

তখন চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৬.৫ ওভার। বৈভব আরোরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন শিবম দুবে। জয়ের জন্য তখন সিএসকে-র প্রয়োজন ৩ রান। ১৯ বল তখন বাকি। সেই সময়ে সকলকে কিছুটা চমকে দিয়েই পাঁচে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময়ে ধোনিকে ঘিরে পুরো চিপক স্টডিয়ামের শব্দব্রহ্ম ১২৫ ডেসিবেল ছাপিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: CSK-এর কাছে KKR হারায় 2024 IPL-এ এখন একমাত্র অপরাজিত দল RR, জমে উঠেছে পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াই

কান চেপে ধরেন রাসেল

ধোনিকে ঘিরে ভক্তদের কান ফাটানো উল্লাসের জেরে তখন মাঠে টেকা দায়। ধোনি একটি করে বলের মুখোনমুখি হচ্ছিলেন, তখন চিপক যেন গর্জে উঠছিল। সেই সময়ে বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করছিলেন আন্দ্রে রাসেল। রাসেলকে দেখা যায় দু'হাত দিয়ে কান চেপে ধরে রেখেছেন। কান ফাটানো শব্দের হাত থেকে বাঁচার জন্য। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা হুহু করে ভাইরাল হয়ে গিয়েছে।

যদিও সোমবার মাঠে নেমে ধোনির কিছুই আর করার ছিল না। কারণ ততক্ষণে সিএসকে-র জয় নিশ্চিত হয়ে গিয়েছে। মাহি ৩ বল খেলে ১ রান করেন। বাকি ২ রান করে দলকে জেতান সিএসকে-র বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুন: IPL-এ প্রথম অর্ধশতরান করার দিনও,মাহি ভাই আমার সঙ্গে ম্যাচ শেষ করেছিল- দলকে জিতিয়ে নস্ট্যালজিক রুতু

ধোনিতে মুগ্ধ ক্যারিবিয়ান অলরাউন্ডার

ম্যাচের পর ধোনির প্রতি নিজের মুগ্ধতার কথা জানান রাসেল। তিনি ইনস্টা স্টোরিতে বেঙ্কটেশ আইয়ারের দেওয়া ছবি রি-পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হয়, এই মানুষটি বিশ্বের সবচেয়ে ভালোবাসার ক্রিকেটার।’ ম্যাচের পর ধোনি এবং রাসেলকে একত্রে সুন্দুর একটি মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে।

রাসেলের পোস্ট।
রাসেলের পোস্ট।

ম্যাচের সংক্ষিপ্ত ফল

প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে কেকেআর। জবাবে ১৭.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ম্যাচের ভাগ্য বদলে দেয়। ইনিংসের প্রথম বলে ফিল সল্টের উইকেট হারালেও পাওয়ার প্লে তে ম্যাচের রাশ ছিল নাইটদের হাতে। ৬ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে কেকেআর-এর রান ছিল ৫৬। কিন্তু জাড্ডুর এক ওভার ম্যাচের রং বদলে দেয়। ওভারের প্রথম এবং পঞ্চম বলে ফিরিয়ে দেন অংকৃষ রঘুবংশী (২৪) এবং সুনীল নারিনকে (২৭)। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এর পর চেন্নাই বোলারদের কাছে আত্মসমর্পণ করে নাইটরা। মাত্র ৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় কেকেআর। সর্বোচ্চ রান শ্রেয়স আইয়ারের। ৩২ বলে ৩৪ রান করে আউট হন শ্রেয়স। বেঙ্কটেশ আইয়ার (৩), রমনদীপ সিং (১৩), রিঙ্কু সিং (৯), আন্দ্রে রাসেলরা (১০) রান পাননি।

আরও পড়ুন: পাওয়ার প্লে-র পর পরিকল্পনা অনুযায়ী খেলতেই পারিনি- বাজে ভাবে হারের পর ভুল স্বীকার করলেন শ্রেয়স

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিল চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেলদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল না, কয়েক মিনিট আগে এই পিচেই ব্যাট করেছে কেকেআর। তবে দ্বিতীয় ইনিংসে শিশিরের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেননি নাইট স্পিনাররা। দলের ২৭ রানে রাচিন রবীন্দ্র (১৫) ফিরে গেলেও, দ্বিতীয় উইকেটে ৭০ রান যোগ করে রুতুরাজ এবং মিচেল। ২৫ রানে নারিনের বলে বোল্ড হন কিউয়ি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুতু। ৯টি চারের সাহায্যে ৫৮ বলে অপরাজিত ৬৭ করেন তিনি। সঙ্গত দেন শিবম দুবেও। ৩টি ছয়, ১টি চারের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেন দুবে। দুবে আউট হতে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন এমএস ধোনি। তখন জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। বর্তমান এবং প্রাক্তন সিএসকে- অধিনায়ক মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ক্রিকেট খবর

Latest News

প্রত্যেক মহকুমায় আইনি পরামর্শদাতা নিয়োগ, বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে প্রথম বলেই আউট নীতীশ, হাসছে KKR ফ্যানরা, জিরো করলেন পৃথ্বীও, কটাক্ষ সকলের! বর্ষশেষে বিনোদনের ধামাকা! ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন সিনেমা Mocambo-কে জানো তো? সুন্দরের উত্তর শুনে হতবাক সরফরাজ ‘বৌদি’ ইপ্সিতাকে ডিভোর্স! সুন্দরীকে বাহুডোরে আগলে রোম্যান্স, নতুন প্রেমে অর্ণব? রাজি ছিল না বাবা-জ্যেঠু! মিস ইন্ডিয়া অংশগ্রহণ করতে প্রিয়াঙ্কার ভরসা ছিলেন মা-ই নেপালি হয়েও বিহারের ‘মুখিয়া’! ব্যবস্থা নিয়েও ব্যকফুটে EC, মামলা সুপ্রিম কোর্টে আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক ভবনে হামলার ঘটনায় ধৃত ৭, ব্যবস্থা ৩ পুলিশকর্মীর বিরু সিপিএমের প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তী প্রয়াত, মেয়র থাকাকালীন উন্নয়ন হাওড়ায় ফিরল ৩৬ রানে অলআউটের স্মৃতি- আবার কি এমন হবে? জবাব দিলেন অ্যালেক্স ক্যারি

IPL 2025 News in Bangla

এখনও ধোনিকে আউট করার ঘোরে যশ দয়াল, স্টোরি পোস্ট করতেই ট্রোল মাহি ভক্তদের আমি কিন্তু IPL ট্রফি জিতেছি, RCB-র তারকা ব্যাটসম্যানকে খোঁচা গিবসের CSK নয়, ড্যাডস আর্মি এবার কলকাতা,IPL 2025-এ সব থেকে বুড়ো দল নিয়ে মাঠে নামবে KKR অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.