২০২৪ আইপিএলে ফের হারের মুখ দেখল রাজস্থান রয়্যালস। রবিবার চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে তারা ৫ উইকেটে হেরে যায়। স্বাভাবিক ভাবেই রাজস্থানের প্লে-অফ নিশ্চিত করার অপেক্ষা আরও বাড়ল। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস আপাতত দুইয়েই থাকল। প্লে অফে উঠতে হলে একটি ম্যাচ জিততে হবে আরআর-কে। এদিকে রাজস্থান টানা তিন ম্যাচ হেরে বিধ্বস্ত। দলের হারের হ্যাটট্রিকে তীব্র হতাশ রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনও। সিএসকে-র বিরুদ্ধে হারের পর সঞ্জু দাবি করেছেন, তাঁরা ২০-২৫ রান কম করেছিলেন। সঙ্গে চিপকের পিচের চরিত্র যে সঞ্জু বুঝে উঠতে পারেননি, সেটাও স্বীকার করে নিয়েছেন।
আরও পড়ুন: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খেলে ফেললেন কোহলি, লিখলেন ইতিহাস
২০-২৫ রান কম করেছি
চলতি মরশুমে এই নিয়ে চারটি ম্যাচে হারল রাজস্থান রয়্যালস। তার মধ্যে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। বাকি তিনটি অ্যাওয়ে ম্যাচে হেরেছে। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের পর চেন্নাই সুপার কিংসের কাছেও হেরে বসল রাজস্থান। সিএসকে-র কাছে হারের পর সঞ্জু স্যামসন বলেন, ‘আমার মনে হয় পাওয়ারপ্লে-র পর উইকেটটি ধীরগতির এবং দ্বিমুখী হয়ে পড়েছিল। বাউন্সও আমরা যতটা আশা করেছিলাম, ততটা ছিল না। তাই পাওয়ারপ্লে-এর পর আমরা যে স্কোর আশা করছিলাম, তা ছিল ১৭০। আমরা ২০-২৫ রান কম করেছি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, তবে ওরা কন্ডিশন জানত এবং স্মার্ট ভাবে বোলিং করেছে। সিমারজিৎ (সিং) সত্যিই এদিন ভালো বোলিং করেছে।’
আরও পড়ুন: ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি CSK-এর, RR-এর অশ্বিনও ৫০ উইকেটের নজির গড়ে ফেললেন চিপকে
পিচ অনুমান করতে পারেননি স্যামসন
প্রতিপক্ষ দলের মাঠে টানা তিনটি পরাজয়ের বিষয়ে স্যামসন বলেন, ‘আমরা সত্যিই নিশ্চিত ছিলাম না যে, পিচ কী রকম আচরণ করবে। আমরা ভেবেছিলাম প্রথমে ব্যাট করাই ভালো বিকল্প। এখানে খেলতে অভ্যস্ত হওয়ায়, সিএসকে জানত, কী বাবে তাড়া করতে হবে। সেই সম্পর্কে ভালো ধারণা আছে ওদের। আমরা ভেবেছিলাম, দ্বিতীয় ইনিংসে পিচ আরও ধীর গতির হবে, তবে উইকেট আরও ভালো হয়ে যায়। রাতে যখন খেলতে হয়, তখন শিশিরের কারণে তাড়া করা কঠিন হয় না। তবে গ্রীষ্মের সময় পিচ গরম হয়ে যায়, তাই দ্বিতীয় ইনিংসে উইকেটের গতি কমে যাওয়ার আশা করছিলাম।’
আরও পড়ুন: যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন?
প্লে-অফের ভাবনায় সঞ্জু
প্লে-অফে ওঠার অপেক্ষা আর বেড়েছে। সঞ্জু বলছিলেন, ‘প্লে-অফ নিয়ে ভাবা স্বাভাবিক, আমাদের নিয়ন্ত্রণে যেটা আছে, সেদিকে আমাদের ফোকাস করতে হবে। আমি আমার সতীর্থদের বলতে চাই যে, আমাদের হাতে থাকা জিনিসগুলিতে আমাদের ফোকাস করা দরকার। প্রক্রিয়ায় ফোকাস করতে হবে এবং পরের ম্যাচ জিততে হবে।’