সচরাচর আইপিএলে অত্যন্ত অভিজ্ঞ স্কোয়াড নিয়ে লড়াই চালাতে দেখা যায় চেন্নাই সুপার কিংসকে। এই কারণেই সিএসকে-কে বুড়োদের দল বা ড্যাডস আর্মি বলেও কটাক্ষ হজম করতে হয় প্রায়শই। তবে চেন্নাই যে তরুণ ক্রিকেটারদের উপরেও আস্থা রাখে, সেটা স্পট-লাইটের আড়ালে চলে যায় অনেক সময়ই। আসলে চেন্নাই বরাবর নতুন ক্রিকেটারদের পরিণত করে তোলার দিকে নজর দেয়।
এবার আইপিএল নিলামে এমনই দু'জন উঠতি ক্রিকেটারের উপরে বিনিয়োগ করে চেন্নাই, যাঁদের মধ্যে বিস্তর প্রতিভা রয়েছে সন্দেহ নেই। তামিলনাড়ুর ১৮ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার আন্দ্রে সিদ্ধার্থ ও অন্ধ্রপ্রদেশের ২০ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার শেক রশিদকে এবার মেগা নিলাম থেকে দলে নেয় চেন্নাই। ৩০ লক্ষ টাকার দুই ক্রিকেটার রঞ্জির মঞ্চে নিজেদের জাত চেনালেন এবার।
সিদ্ধার্থ চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুর্দান্ত শতরান করেন। রশিদ পুদুচেরির বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ওপেন করতে নেমে তিন অঙ্কের ইনিংস খেলেন এবং নির্ভরতা দেন অন্ধ্রকে। সুতরাং, চেন্নাই যে ভুল লোকের উপর আস্থা রাখেনি, সেটা প্রমাণিত হয়ে যায় এই পারফর্ম্যান্সেই।
১৮ বছরের আন্দ্রে সিদ্ধার্থের শতরান
সালেমে রঞ্জির এলিট-ডি গ্রুপের ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে লড়াইয়ে নামে তামিলনাড়ু। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে তামিলনাড়ু। তারা প্রথম দিনে ৮৯.১ ওভারে ৩০১ রান তুলে অল-আউট হয়ে যায়। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অনবদ্য শতরান করেন আন্দ্রে সিদ্ধার্থ। ১৮ বছরের সিদ্ধার্থ দলের হয়ে সব থেকে বেশি ১০৬ রান করে সাজঘরে ফেরেন। ১৪৩ বলের দাপুটে ইনিংসে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া ওপেন করতে নেমে নায়ারণ জগদীশান করেন ৬৩ রান। ৯২ বলের ইনিংস তিনি ৯টি চার মারেন। ব্যক্তিগত ৪৯ রানে আউট হন বাবা ইন্দ্রজিৎ। ১০৩ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। চণ্ডীগড়ের হয়ে ৭৯ রানে ৫টি উইকেট নেন বিশু কাশ্যপ।
২০ বছরের শেক রশিদের শতরান
পুদুচেরির বিরুদ্ধে রঞ্জির এলিট- বি-গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অন্ধ্রপ্রদেশ। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে দুরন্ত শতরান করেন শেক রশিদ। তিনি ২৪৮ বলে ১০৫ রান করে সাজঘরে ফেরেন। লড়াকু ইনিংসে রশিদ মোট ৭টি চার মারেন।
এছাড়া কেভি শশীকান্ত ১৩৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার মেরেছেন। ক্যাপ্টেন হনুমা বিহারী ৬ রান করে সাজঘরে ফেরেন।