তিনটি আইসিসি ইভেন্টের মধ্যে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে পৌঁছতে ব্যর্থ হল ইংল্যান্ড। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন একটি অচলাবস্থার মধ্যে আটকে গেছে, যেখানে একাধিক কিংবদন্তি তাদের ওডিআই ক্রিকেটের ধরন সম্পূর্ণ পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন। ইয়ন মরগ্যানের অধীনে, ইংল্যান্ড এক নতুন ধাঁচের ক্রিকেট উপস্থাপন করেছিল, যা অন্যান্য দল গ্রহণ করে নিজেদের মতো করে গড়ে তোলে। কিন্তু জোস বাটলারের দল সেই পথ ধরে এগোতে পারেনি। দল নির্বাচন, খেলোয়াড়দের ফর্ম এবং অধিনায়কত্ব—সব মিলিয়ে ইংল্যান্ড বেশ কিছু পুরোনো সমস্যার মধ্যে জর্জরিত, যার কোনো তাৎক্ষণিক সমাধান দেখা যাচ্ছে না।
আফগানিস্তানের কাছে পরাজয়ের পরে আইসিসি টুর্নামেন্টে দ্বিতীয়বার ব্যর্থ হয় ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বিদায় নিল তারা। টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হতে হয় তাদের। প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রত্যাশিতভাবেই, এই হারের পর তাদের পারফরম্যান্স নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। মাইকেল ভন, মাইকেল আথারটন এবং নাসের হুসেন ইতিমধ্যেই ইংল্যান্ড দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন, আর এবার ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরও ব্যঙ্গাত্মক মন্তব্য করে এই ক্ষতে নুনের ছিটা দিয়েছেন।
আরও পড়ুন … ভিডিয়ো: সীমান্তে শান্তি চাই! ভারত-পাক সিরিজ নিয়ে আক্রমদের সামনে চাঁচাছোলা জবাব গাভাসকরের
হ্যারি ব্রুকের আউট নিয়ে গাভাসকরের ব্যঙ্গ
সুনীল গাভাসকর টেন স্পোর্টসের ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম শো’-তে বলেন, ‘আমি হ্যারি ব্রুকের আউটটা দেখলাম। লাহোরের লাইট ঠিক আছে তো? কারণ, যখন সে কলকাতায় খেলছিল, তখন বলেছিল, সে বল ঠিক মতো দেখতে পাচ্ছিল না ধোঁয়াশার জন্য। তাই জিজ্ঞেস করলাম। আমি আশা করি লাহোরের লাইট ঠিক আছে? কারণ, যেভাবে ক্যাচ প্র্যাকটিস দিয়ে সে আউট হল... আমি জানি না!’
গাভাসকরের এই মন্তব্য ব্রুকের আগের এক মন্তব্যের প্রসঙ্গে ছিল। গত মাসে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে, প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর ব্রুক বলেছিলেন, ‘চক্রবর্তী একজন অসাধারণ স্পিনার, তাকে বোঝা কঠিন। আর আসলে ধোঁয়াশার কারণে আগের ম্যাচে বল দেখা আরও কঠিন ছিল। আশা করি এখানে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আমরা বল আরও ভালোভাবে দেখতে পারব।’
আরও পড়ুন … Champions Trophy 2025: না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায়! জেনে নিন কত আর্থিক পুরস্কার পাবে পাকিস্তান-বাংলাদেশ?
বেন ডাকেট নিজের কথার ফাঁদে
ব্রুক একমাত্র ইংল্যান্ড ক্রিকেটার ছিলেন না যাকে ব্যঙ্গ করা হয়েছে। ওপেনার বেন ডাকেটও তার আগের এক মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর ডাকেট বলেছিলেন, ‘আমরা ০-৩ ব্যবধানে হারলেও কিছু যায় আসে না, যতক্ষণ না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারাতে পারি।’
আরও পড়ুন … মর্কেলের বাবার মৃত্যুর খবর ভুয়ো! তবে বেশ অসুস্থ, CT-র মাঝেই ছাড়বেন ভারতীয় দল?
কিন্তু বাস্তবে সেই মন্তব্য একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, আর ইংল্যান্ড বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। ডাকেট হয়তো তার সেই মন্তব্য ভুলে গেছেন, তবে X (টুইটার)-এর ভক্তরা কিন্তু ভুলে যাননি। তারা কোনও সুযোগ না দিয়েই তার মন্তব্যকে খোঁচা দিতে শুরু করেন। যদিও ডাকেট টুর্নামেন্টের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৫ রানের কেরিয়ার-সেরা ইনিংস খেলেছিলেন, তবে সেটিও বৃথা যায় কারণ অস্ট্রেলিয়া ৩৫২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় তারা।