অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ভরাডুবির মাঝে একমাত্র আসার আলো জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। চলতি বর্ডার গাভাসকর ট্রফির ৮ ইনিংসে বল করে ৩০ উইকেট নিয়েছেন বুমরাহ। বর্তমানে সিরিজের সর্বাধিক উইকেট সংগ্রাহক তিনি। এবার তাঁকে নিয়ে প্রশংসার সুর শোনা গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গলায়। শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে পঞ্চম টেস্ট ম্যাচ। তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অজি অধিনায়ক।
এদিন তিনি জানান, বুমরাহের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন কাজ। প্যাট কামিন্স বলেন, ‘বুমরাহ এই মুহূর্তে খুবই ভালো বল করছে, ওর বিরুদ্ধে খেলাটা সবসময়ই খুব কঠিন।’ বুমরাহের বিপক্ষে মেলবোর্নে ব্যাটিং করা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ভালো বিষয় হল আমি যখন তার বিরুদ্ধে খেলতে নেমেছিলাম তখন সে অনেক ওভার বল করে নিয়েছিল। এই কারণে আমার পক্ষে বিষয়টা একটু সহজ হয়ে উঠেছিল। কিন্তু সে ভালো বল করছিল। আমি তার বিরুদ্ধে বিভিন্ন ফরম্যাটে খেলেছি। ওর বিরুদ্ধে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জের।’
অন্যদিকে এদিন বুমরাহের প্রশংসা করার পাশাপাশি দলের প্রথম একাদশের কিছু পরিবর্তনের বিষয় নিয়ে জানান কামিন্স। সিডনি টেস্ট থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না এই অলরাউন্ডার। তিনি ৪টি টেস্টের ৭ ইনিংসে ব্যাট করে ৭৩ রান করেছেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ৪৭। সেই সঙ্গে ৬ ইনিংসে বল করে নিয়েছেন মাত্র ৩টি উইকেট। সেরা বোলিং পারফরম্যান্স ১২ রানে ২ উইকেট। কামিন্স বলেন, ‘অবশ্যই মিচি (মিচেল স্টার্ক) এই সিরিজে ভালো ফর্মে ছিল না। ও রান বা উইকেট কোনওটাই প্রত্যাশা মতো পায়নি। ওর বিশ্রামের প্রয়োজন রয়েছে।’
মিচেল মার্শের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বিউ ওয়েবস্টার। এবারই প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি। কামিন্স তাঁর সম্পর্কে বলেন, ‘বিউ আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে। এটা মিচির জন্য একটা ধাক্কা, কারণ আমরা জানি ও দলের জন্য কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এই মুহূর্তে বিউয়ের একটা সুযোগ পাওয়া উচিত।’ উল্লেখ্য, চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এনিয়ে ৩ জন অজি ক্রিকেটারের অভিষেক হল। এর আগে অভিষেক হয়েছিল নাথান ম্যাকসুইনি এবং স্যাম কনস্টাসের। যদিও খারাপ পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন ম্যাকসুইনি, তাঁর জায়গায়ই আগমন হয় কনস্টাসের।