দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পরে সঞ্জু স্যামসনকে নিয়ে টি ইন্ডিয়ার ম্যানেজমেন্টের ধারণাটা পরিষ্কার হয়েগিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেটকিপার হলেন সঞ্জু স্যামসন।
সঞ্জু স্যামসনকেই পছন্দের প্রথম উইকেটরক্ষক বললেন সূর্যকুমার যাদব
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর, সঞ্জু স্যামসনকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার কলকাতায় শুরু হতে যাওয়া সিরিজের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, স্যামসন দেখিয়েছেন যে তিনি কী করতে সক্ষম।
সঞ্জু স্যামসনের দিকে সকলের নজর থাকবে-
প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে স্যামসন দুটি সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ঋষভ পন্ত এই সিরিজের দলে না থাকায়, ব্যাট হাতে এবং উইকেটের পিছনে সঞ্জু স্যামসনের পারফরম্যান্সের দিকে সকলের বিশেষ নজর থাকবে।
সঞ্জু স্যামসনকে নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব?
ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘বর্তমানে উইকেটকিপার পজিশন নিয়ে কোনও প্রশ্ন নেই। সঞ্জু গত ৭-৮, সম্ভবত ১০টি ম্যাচে সত্যিই ভালো খেলেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে তিনি কী করতে পারেন।’
আরও পড়ুন… Champions Trophy 2025 তে আফগানিস্তান বয়কট করা উচিত নয়: ক্রিকেটে রাজনীতি চান না জোস বাটলার
কী লক্ষ্য নিয়ে কাজ করবে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট-
ধ্রুব জুরেল এই সিরিজে ব্যাকআপ উইকেটকিপারের ভূমিকা পালন করবেন, আর ঋষভ পন্ত ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরবেন। সূর্যকুমার যাদব আরও বলেন, তারা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মূল দল গঠনের পরিকল্পনা করছেন, যা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন… বিশেষজ্ঞ নাকি অলরাউন্ডার? গম্ভীরের কোচিংয়ে কতটা বদলেছে টিম ইন্ডিয়ার দল নির্বাচন প্রক্রিয়া
দল গঠন নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব?
ভারতের অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ এখনও অনেক দূরে রয়েছে। আমি সরাসরি সেটার কথা ভাবতে চাই না। এখন লক্ষ্য হল একটা দল তৈরি করা। কোন খেলোয়াড় কোন পজিশনে ভালো করতে পারে? সেটাই দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। কোন বোলার একা হাতে ম্যাচ জেতাতে সক্ষম? এ সব দিক বিবেচনা করেই দল গঠনের কাজ চলছে।’