শনিবার রাতেই জবনিকা পড়েছে এবারের এসএ২০ অর্থাৎ দঃ আফ্রিকার টি২০ লিগের। আর দঃ আফ্রিকার টি২০ লিগের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপ দল যারা গত দুবারের চ্যাম্পিয়ন,, তাঁদেরকে হারিয়ে দিয়েছে এমআই কেপটাউন। এই উইকেন্ডেই দুটি বড় ইভেন্ট ছিল সানরাইজার্সের ক্রিকেটার ডেভিড বেডিংহ্যামের।
আসলে সানরাইজার্স ইস্টার্ন কেপ দল প্লে অফ ম্যাচে জিতে ফাইনালে প্রবেশ করে। আর এই সপ্তাহান্তেই প্রোটিয়াদের ব্যাটার ডেভিড বেডিংহ্যামের বিয়ে হওয়ার কথা দীর্ঘদিনের বান্ধবি জেনা ভ্যান নিকার্কের সঙ্গে। কিন্তু দল ফাইনালে উঠে যাওয়ায় ঘোর বিপদে পড়ে যান বেডিংহ্যাম। কারণ বিয়ে আর ফাইনাল ম্যাচ, দুটিই যে মিস করা যাবে না।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
দঃ আফ্রিকার সাংবাদিক দাবি করেছেন, আগে থেকেই ডেভিড বেডিংহ্যামের বিয়ের তারিখ এবং সমস্ত বুকিং সাড়া ছিল। কিন্তু সানরাইজার্স ইস্টার্ন কেপ যেহেতু প্লে অফ ম্যাচে জিতে ফাইনালে পৌঁছে গেছে তাই বিয়ের তারিখটি একদিন পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন প্রোটিয়াদের এই তারকা ব্যাটার। এমনিকি নিজের ব্যাচিলার পার্টিতেও থাকতে পারেননি বেডিংহ্যাম।
অবশ্য ট্রফি জিতে বিয়ের পিড়িতে বসা হচ্ছে না বেডিংহ্যামের। কারণ এমআই কেপটাউন দলের কাছে হেরে টানা তিনবার ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয় ইস্টার্ন কেপের। আর বেডিংহ্যাম নিজেও বড় রান করতে পারেননি। স্বদেশি কাজিসো রাবাদার বলে আউট হয়ে তিনি সাজঘরে ফিরেছিলেন। এরপর দলও হারে ৭৬ রানে।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
ম্যাচ শেষে বেডিংহ্যাম সাক্ষাৎকারেও নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ উইকেন্ড নিয়ে কথা বলেন। জানিয়েছেন এখনও তাঁকে ফ্লাইট বুকিং করে বিয়ের স্থানে পৌঁছাতে হবে। বেডিংহ্যাম বলছিলেন, ‘আমার স্ত্রী আগের দিন বলছিল, যাতে আমরা যাতে আগেই হেরে যাই। কিন্তু ফাইনালে উঠে যাওয়ায় ও বলেছে যাতে ট্রফি জিতে বিয়ে করতে যাই। ’।
এরপর মজা করে বেডিংহ্যাম আরও বলেন, ‘আমার সঙ্গেই আমার দাদা-ভাইরা যাচ্ছে। ওরা আমার স্ত্রীকে বলেছে, যে আমায় ফ্লাইট ধরিয়ে দেবে। কিন্তু আসল কথাটা হচ্ছে, আমাকেই দায়িত্ব নিয়ে ওদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যাতে ওদের ফ্লাইট না মিস হয়ে যায়। ’। SA20র ফাইনালে প্রথমে ব্যাট করে এমআই কেপটাউন ১৮১ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৭৬ রান দূরে আটকে যায় ইস্টার্ন কেপের ইনিংস।