বাংলা নিউজ > ক্রিকেট > ফ্লাডলাইট নেভায় বিপত্তি! ভাগ্যের হাতে মার খেয়ে CPL থেকে ছিটকে গেল নাইট রাইডার্স, রয়্যালসকে জেতালেন কিলার মিলার

ফ্লাডলাইট নেভায় বিপত্তি! ভাগ্যের হাতে মার খেয়ে CPL থেকে ছিটকে গেল নাইট রাইডার্স, রয়্যালসকে জেতালেন কিলার মিলার

CPL থেকে ছিটকে গেল নাইট রাইডার্স। ছবি- গেটি।

Trinbago Knight Riders vs Barbados Royals, CPL 2024: ফ্লাডলাইট নিভে যাওয়ায় সময় নষ্ট হয় বিস্তর। ৫ ওভারে রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে যায় বার্বাডোজ রয়্যালস। নাইট রাইডার্স হারায় ব্যর্থ হয় নিকোলাস পুরানের ৯১ রানের দুরন্ত ইনিংস।

বড় বিতর্কের হাত থেকে রেহাই পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যদিও সমালোচনা একেবারে এড়ানো গেল না মোটেও। একসময় মনে হচ্ছিল ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় বিনা যুদ্ধেই পরিত্রাণ পেয়ে যাবে ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেই সৌভাগ্যের প্রসঙ্গই মুহূর্তে বদলে যায় কায়রন পোলার্ডদের দুর্ভাগ্যে। ফলে বিতর্ককে সঙ্গে নিয়েই এবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ থেকে বিদায় নিতে হয় নাইট রাইডার্সকে।

বুধবার গায়ানায় চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের এলিমিনেটর ম্যাচে মাঠে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স ও বার্বাডোজ রয়্যালস। টস-ভাগ্য সঙ্গ দেয় নাইট দলনায়ক কায়রন পোলার্ডকে। নাইট রাইডার্স টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তবে বিপত্তি দেখা দেয় প্রথম ইনিংসের শেষ ওভারে।

নাইট রাইডার্স ১৯.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করার পরে নিভে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট। ম্যাচ থমকে থাকে প্রায় দু'ঘণ্টা। একসময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে, আর কিছুক্ষণ কেটে গেলেই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হবে এবং লিগ টেবিলে রয়্যালসের থেকে উপরে থাকার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে নাইট রাইডার্স।

আরও পড়ুন:- India Considered Forfeiting An Inning: কানপুরে ব্যাট না করেই প্রথম ইনিংস ডিক্লেয়ার করতে চেয়েছিল ভারত, খোলসা করলেন অশ্বিন

অন্ততপক্ষে ৫ ওভারের ম্যাচ শুরু করার জন্য কাট অফ টাইম যখন আসন্ন প্রায়, ফ্লাডলাইট জ্বলে ওঠে। আলো ফেরে মাঠে। ফলে নাইট রাইডার্সের ইনিংস সেখানেই শেষ করা হয় এবং ৫ ওভারের ইনিংসে ব্যাট করতে নামে বার্বাডোজ। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য রয়্যালসের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬০ রানের। রয়্যালস ৪.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়।

পুরো ম্যাচ খেলা হলে পরিস্থিতি অন্যরকম হতেই পারত। এক্ষেত্রে ভাগ্যের হাতে মার খেতে হয় কায়রন পোলার্ডের। যদিও এমন অবাঞ্ছিত ঘটনাই সিপিএলের এলিমিনেটরকে আরও উত্তেজক করে তোলে সন্দেহ নেই।

আরও পড়ুন:- Babar Azam Steps Down: পাক ক্রিকেটের ডামাডোলের মাঝে ফের পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর আজম

দল হারায় ব্যর্থ হয় নিকোলাস পুরানের ৬০ বলে অপরাজিত ৯১ রানের ধুন্ধুমার ইনিংস। তিনি এক্ষেত্রে শতরানের সুযোগ থেকে বঞ্চিত হন। পুরান ৬টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ২, জেসন রয় ২৫, কায়রন পোলার্ড ১৭ ও আন্দ্রে রাসেল অপরাজিত ২০ রান করেন। রয়্যালসের হয়ে ১টি করে উইকেট নেন থিকশানা, নবীন উল হক ও সাইমন্ডস।

আরও পড়ুন:- Tim Southee Steps Down: শ্রীলঙ্কার কাছে চুনকাম হয়ে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি ছাড়লেন সাউদি, ভারত সফরে নেতা কে?

রয়্যালসের হয়ে ১৭ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। ব্যাট হাতে বার্বাডোজকে কার্যত একা জয় এনে দেন মিলার। ম্যাচের সেরা হন তিনিই।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'পিরিতি কাঁঠালের আঠা..', বহুরূপী-র গানে নাচলেন প্রীতি ও দর্শনা 'পুজো আসে পুজো যায়', দুর্গাপুজোর ছবি দিয়ে কী লিখলেন অপরাজিতা? ‘কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি?’ ‘বিরক্ত’ শ্রীলেখাকে কী উত্তর দিলেন কিঞ্জল? পুজোর দিনেও কোন্দলে জড়াল তৃণমূল, উত্তপ্ত কুঁদঘাট, বিস্ফোরক কাউন্সিলর ‘ও বাঁচল না মরল, তাতে আমাদের কিছু যায় আসে না’ IND vs AUS Women's T20 WC Live: হ্যারিসের বাউন্ডারিতে লড়াই শুরু অস্ট্রেলিয়ার সূর্যের শুক্রর ঘরে গমনে ৫ রাশির জীবন হবে রোমান্টিক, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বাউচারে আস্থা হারাল মুম্বই ইন্ডিয়ান্স, IPL 2025-এর আগে চেনা কোচকে দায়িত্ব দিল MI ‘সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের কথা শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার? বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.