আবারও বিগ ব্যাশ লিগে অপ্রীতিকর ঘটনা। তবে এবার খবু বেশি বড় কিছু হয়নি। শুক্রবার সিডনি থান্ডারের হয়ে ব্যাট করার সময় হটাৎই ব্যাট ভেঙে যায় ডেভিড ওয়ার্নারের। তা ঘুরে গিয়ে লাগে তাঁরই মাথার পেছন দিকে। হতভম্ব হয়ে গিয়েছিলেন ওয়ার্নার প্রথমে। যদিও হেলমেট পরে থাকায় সেই ভাবে কোনও চোট লাগেনি তাঁর। তবে কয়েকদিন আগে এই সিডনি থান্ডার দলের ২ ক্রিকেটার ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষে মারাত্মক ভাবে জখম হয়েছিলেন। যেই কারণে ম্যাচ বন্ধ হয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ। বর্তমানে বিশ্রামে রয়েছেন তারা। এদিন এরকম কোনও দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন সমর্থকরা।
ব্যাট ভেঙে মাথায় লাগল ওয়ার্নারের:
এদিন বিগ ব্যাশ লিগে মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার এবং হোবার্ট হারিকেনস। সেখানেই যখন ব্যাট করতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার তখন বিপত্তি ঘটে। ওপেন করতে এসেছিলেন সিডনির অধিনায়ক। চতুর্থ ওভারের প্রথম বলে ঘটনাটি ঘটে। তখন বল করছিলেন হোবার্টের রাইলি মেরেডিথ। তাঁর ফুল লেন্থ বলে মিড অনের দিকে শট খেলেন ওয়ার্নার। ঠিক তখনই দেখা যায় ব্যাটটি হাতলের গোড়ার দিক থেকে ভেঙে গেছে। যার ফলে ব্যাটের উইলোটি তাঁর মাথার পিছনে হেলমেটের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। প্রথমে হতভম্ব দেখায় ওয়ার্নারকে। পরে সামলে নিয়ে হেসে ওঠেন তিনি। তবে হেলমেট না পড়া থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এরপর নিজেকে সামলে নিয়ে দুরন্ত ব্যাটিং করেন তিনি। ৬৬ বলে ৮৮ রান করে অপরাজিত ছিলেন ওয়ার্নার। মেরেছিলেন ৭টি চার।
ম্যাচে পরাজিত সিডনি থান্ডার:
ডেভিড ওয়ার্নারের অসাধারণ ব্যাটিংয়ের পরেও ম্যাচে হারতে হয়েছে সিডনি থান্ডারকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল সিডনি। ওয়ার্নার ছাড়া তাদের মাত্র ২ জন ব্যাটসম্যান ২ অঙ্কের রান করতে পেরেছে। হোবার্টের হয়ে ২টি উইকেট নিয়েছিলেন রাইলি মেরেডিথ। ১টি করে উইকেট নিয়েছিলেন বিলি স্ট্যানলেক, ক্রিস জর্ডন এবং নিখিল চৌধুরী। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হোবার্ট হারিকেনস। তাদের হয়ে ব্যাট হাতে ৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন টিম ডেভিড। মেরেছিলেন ৪টি চার এবং ৬টি ছয়। এছাড়াও ১৩ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন ক্রিস জর্ডন।