ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে থামানো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারকে। নতুন এই টি-টেন টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে চলেছেন প্রাক্তিন অজি তারকা। টুর্নামেন্টের প্রথম ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে যথাক্রমে ১২, ৩৩, ২৪, ৪০, ৩৬ ও ৪০ রান সংগ্রহ করেন ওয়ার্নার। ১০ ওভারের ক্রিকেটে এমন ইনিংস মোটেও মন্দ নয়। তবে শেষ ২টি ইনিংসে ব্যাট করে পরপর দু'বার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান ডেভিড।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিরুদ্ধে গত ম্যাচে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৫ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ার্নার। শনিবার গ্র্যান্ড কেম্যান জাগুয়ার্সের বিরুদ্ধে ফের মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন বোকা রাটন ট্রেলব্লেজার্সের ক্যাপ্টেন।
শনিবার জর্জটাউনে লিগের ২৩তম ম্যাচে সম্মুখসমরে ডেভিড ওয়ার্নারের বোকা রাটন ট্রেলব্লেজার্স ও সিকন্দর রাজার নেতৃত্বাধীন গ্র্যান্ড কেম্যান জাগুয়ার্স। টস জিতে ট্রেলব্লেজার্স শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ওপেন করতে নেমে ক্যাপ্টেন ওয়ার্নার ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ২৫ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। এছাড়া নয় নম্বরে ব্যাট করতে নেমে জ্যাক উড ১০ বলে ৩০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৯ রানের কার্যকরী যোগদান রাখেন জ্যাক জার্ভিস। উল্লেখযোগ্য বিষয় হল, এই তিনজন ছাড়া ট্রেলব্লেজার্সের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হন পাঁচজন ব্যাটার, যাঁদের মধ্যে ব্যাটিং অর্ডারের চার থেকে সাত নম্বরে নামা চার ব্যাটার পরপর খাতা খুলতে ব্যর্থ হন।
আরও পড়ুন:- রাহুলের চ্যারিটি নিলামে সব থেকে দামি কোহলির জার্সি, কতয় বিকোল রোহিতের ব্যাট?
জাগুয়ার্সের হয়ে জ্যাক লিনটট ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন লোগান ভ্যান বিক ও টেরান্স হিন্ডস। ১টি করে উইকেট নেন মিচেল ম্যাকক্লেনাঘান ও সিকন্দর রাজা। উইকেট পাননি জোশ লিটল।
জবাবে ব্যাট করতে নেমে জাগুয়ার্স ৯.২ ওভারে ৮৮ রানে অল-আউট হয়ে যায়। ৪০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ট্রেলব্লেজার্স। ক্যাপ্টেন সিকন্দর রাজা ১৬ বলে ৩৬ রান করেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া বেন ডাঙ্ক করেন ১৯ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ট্রেলব্লেজার্সের হয়ে ৩টি উইকেট নেন ম্যাকগিফিন। ২টি উইকেট নেন পিটার। ১টি করে উইকেট নেন জ্যাক জার্ভিস, ডেভিডসন, ওয়েবস্টার, জনসন ও এডওয়ার্ডস। ম্যাচের সেরা হন জ্যাক উড।