বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS: পরিষ্কার ব্যাটে লাগার পরও বুঝতেই পারলেন না, আম্পায়ার LBW দিতেই ফিরলেন ওয়ার্নার

IND vs AUS: পরিষ্কার ব্যাটে লাগার পরও বুঝতেই পারলেন না, আম্পায়ার LBW দিতেই ফিরলেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। 

এলবিডব্লু হতেই ড্রেসিংরুমে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পরে দেখা যায়, ব্যাটে লেগেছে অজি তারকার। কিন্তু তিনি নিজেই বুঝতে পারেননি।

ভারতীয় ব্যাটাররা কোনও রকম তোয়াক্কা করেননি। বিশেষ করে শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব এবং কেএল রাহুল। ভারতীয় দলের এই ব্যাটাররা কার্যত ছেলেখেলা করে অজি বোলারদের নিয়ে। আর তাতেই ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে ভারত। সেই সঙ্গে অজিদের বিরুদ্ধে একাধিক রেকর্ড স্পর্শ করল ভারতীয় দল। প্রথমবার ওডিআইতে অজিদের বিরুদ্ধে এত বেশি রান সংগ্রহ করলেন রাহুলরা।

জবাবে ব্যাট করতে নেমে একেবারেই ভালো করেনি অজিরা। ম্যাথিউ শটকে তুলে নিয়ে ধাক্কা দেয় প্রসিধ কৃষ্ণা। মার্নাস ল্যাবুশানও খাতা খুলতে না পেরেই ফিরে যান। পর দুই উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ঠিক সেই মুহূর্তে দলের হাল ধরেন ওয়ার্নার। তাঁর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে অজিরা। একাই দলকে টেনে নিয়ে যান তিনি। কিন্তু উল্টো দিকে উইকেট পতনের হার কমেনি।

তবে একটি মাত্র ওভারে ম্যাচের পরিস্থিতি ঘুরে যায়। পরিস্থিতি বদলে দেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়ার্নারকে তুলে নেন ভারতীয় এই স্পিনার। ৩৯ বলে ৫৩ রান করে ফিরে যান তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে। তবে এই ম্যাচে এলবিডব্লু হয়ে ফিরে যান ওয়ার্নার। অবশ্য তিনি যদি রিভিউ নিতেন তাহলে ড্রেসিংরুমে ফিরতে হত না। কিন্তু তিনি বুঝতেই পারেননি তাঁর ব্যাটে লেগেছে বল। স্বাভাবিক ভাবেই ড্রেসিংরুমে ফিরে যাওয়ার তিনি যে হতাশ হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

সেই ওভারেই ইংলিসকে তুলে নেন অশ্বিন। এক ওভারে পরপর দুই উইকেট হারিয়ে ফেলার দিশাহীন হয়ে পড়ে অজি দল। কিছু বুঝে উঠতে পারছিলেন না কেউ। কারণ পাহাড় সমান রানের টার্গেট, তার ওপর আবার হাতে উইকেটও নেই, স্বাভাবিক ভাবেই দিশেহারা হয়ে পড়ে অজি ব্যাটিং লাইনআপ।

এদিন বৃষ্টির জন্য ফের একবার খেলা বন্ধ হয়। সেই জন্য ওভার কমিয়ে আনা হয়। বৃষ্টির পর অজিদের টার্গেট এসে দাঁড়ায় ৩১৭ রান। সেই সঙ্গে ওভারও কমে আসে। মাত্র ৩৩ ওভারে খেলা হওয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিক এত বড় রান করতে যে বেশ বেগ পেতে হবে তা বোঝা গিয়েছিল প্রথম ওভারের পরই। তবে এত বড় রান বিশ্বকাপের আগে ভারতকে অনেকটাই আত্মবিশ্বাস দিল বলা চলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন