বল বিকৃতিকাণ্ডের জেরে ২০১৮ সালে নির্বাসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এরপর অবশ্য তাঁর নির্বাসন উঠে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলারও সুযোগ পান অজি ওপেনার। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটসহ বিভিন্ন লিগে খেলারও সবুজ সংকেত দিয়ে দেয়, তবে একটি শাস্তি তোলা বাকি ছিল।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
নির্বাসন উঠতেই অধিনায়ক ওয়ার্নার-
অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার কোথাও যোগ দিতে পারবেন না। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে বিগ ব্যাশ লিগে ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্ব করা নিয়েও এই বছরের আগে পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। তবে চলতি বছরেই তাঁর ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তারপরই ফের অধিনায়কের ভূমিকায় দেখা গেল ওয়ার্নারকে।
সিডনি থান্ডার্সের অধিনায়ক ওয়ার্নার-
সিডনি থান্ডার্স দলের হয়ে বিগ ব্যাশ লিগে অধিনায়কত্ব করতে নামলেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ম্যাচে তিনি অধিনায়কত্ব করছেন। আর অধিনায়ক হিসেবে ক্যানবেরায় মাঠের নামার পরই তিনি টসও জিতে নেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিডনি থান্ডার্স দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
নির্বাসিত হন তিন অজি ক্রিকেটার-
স্যান্ডপেপার গেট কাণ্ডে নাম জড়িয়েছিল তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। দঃ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে কেপ টাউনে অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে দেখা গেছিল তিনি স্যান্ডপেপার দিতে বলের একটা দিকে মসৃণভাব উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। ২০১৮ সালের সেই ঘটনার পর স্মিথও অধিনায়ক পদ হারান, সঙ্গে নির্বাসিত হন ব্যানক্রফ, ওয়ার্নাররাও। অবশেষে অধিনায়ক পদে খরা কাটল ডেভিড ওয়ার্নারের। জাতীয় দলে ওয়ার্নার না থাকলেও খেলছেন স্মিথ, গাব্বায় করেছেন শতরানও।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
আগামীর দিকে তাকাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া-
এবছরে আইপিএলের কোনও দলেই জায়গা পাননি অস্ট্রেলিয়ায় টেস্ট দল থেকে অবসর নিয়ে নেওয়া এই বাঁহাতি ওপেনার। তাঁর ইচ্ছা ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার, যদিও অজি বোর্ড বার্তা পাঠিয়েই দিয়েছে তাঁর কাছে, যে তাঁর জন্য জাতীয় দলের দরজা আপাতত বন্ধই। কারণ তাঁরা আগামীর দিকে তাকাতে চাইছে, এবং নতুন ওপেনার তুলে আনার প্রচেষ্টায় রয়েছে।