পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার হার সত্ত্বেও অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে গ্যালারি ভরিয়ে তোলেন ক্রিকেটপ্রেমীরা। ফুল-হাউস দর্শদের সামনে খেলা হয় অ্যাডিলেড টেস্টের প্রথম দু'দিন। মাঝে ব্রিসবেন টেস্টের খেলা বাকি রয়েছে। ইতিমধ্যেই মেলবোর্নের বক্সিং টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
উৎসবের আমেজে ক্রিকেটের উত্তাপে গা সেঁকতে চায় সবাই। তাই দিন পনেরো আগেই মেলবোর্নের ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিনের টেস্টের সব টিকিট নিঃশেষিত। অর্থাৎ, ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিনে কানায় কানায় ভরা থাকবে মেলবোর্নের গ্যালারি।
উল্লেখযোগ্য বিষয় হল অ্যাশেজের বাইরে বক্সিং ডে টেস্টে কখনও ৮৬ হাজারের বেশি দর্শক হয়নি। তবে এবার সেই রেকর্ড ভেঙে যেতে চলেছে। অর্থাৎ, এবার দর্শক সংখ্যায় অ্যাশেজকেও ছাড়িয়ে যেতে পারে বর্ডার-গাভাসকর ট্রফি।
অ্যাডিলেড টেস্টেও তৈরি হয় নতুন রেকর্ড
উল্লেখ্য, অ্যাডিলেডের ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে এবার রেকর্ড দর্শক সমাগম হয়। তিনদিন মিলিয়ে অ্যাডিলেডে দর্শক সমাগম হয় ১৩৫০১২। এর আগে অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে সব থেকে বেশি দর্শক সমাগমের রেকর্ড হয়েছিল ২০১৪-১৫ সালে। সেবার টেস্টের পাঁচ দিন মিলিয়ে দর্শক সমাগম হয় ১১৩০০৯।
অ্যাডেলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের এক দিনে সব থেকে বেশি দর্শক সংখ্যার নিরিখেও এবার নতুন রেকর্ড স্থাপিত হয়। এবার ভারত-অস্ট্রেলিয়া ডে-নাইট টেস্টের প্রথম দিনে ৫০১৮৬ ও দ্বিতীয় দিনে ৫১৬৪২ জন দর্শক খেলা দেখতে আসেন অ্যাডিলেডে।
ভারত-অস্ট্রেলিয়া পার্থ টেস্টের ফলাফল
পার্থের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তবে মাত্র ১৫০ রানে অল-আউট হয়ে যায় তারা। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১০৪ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৪৬ রানের লিড পেয়ে যায় টিম ইন্ডিয়া।
ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। জয়ের জন্য ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে তারা শেষ ইনিংসে অল-আউট হয় ২৩৮ রানে। ২৯৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত।
আরও পড়ুন:- ধোয়া তুলসিপাতা ছিলেন না ট্র্য়াভিস হেড, তাহলে একা সিরাজকে কেন জরিমানা করল ICC?
ভারত-অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টের ফলাফল
অ্যাডিলেডেও টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম ইনিংসে তোলে ১৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৩৭ রান। প্রথম ইনিংসের নিরিখে ১৫৭ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ১৭৫ রানে অল-আউট হয়। জয়ের জন্য ১৯ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। তারা বিনা উইকেটে ১৯ রান তুলে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে যায়।