DC vs LSG: ০-৬-৬-৬-৬-৪- ত্রিস্তান স্টাবসকে কাঁদিয়ে এক ওভারে ২৮ রান নিলেন বিধ্বংসী পুরান, ফ্লপের খাতায় নাম তুললেন পন্ত
Updated: 24 Mar 2025, 09:53 PM ISTDelhi Capitals vs Lucknow Super Giants: পুরান এদিন ১৭ রানে আউট হয়ে যেতে পারতেন। কিন্তু তাঁর সহজ ক্যাচ মিস করেন সমীর রিজভি। যার খেসারত দিতে হয় দিল্লি ক্যাপিটালসকে। শেষ পর্যন্ত পুরান ৩০ বলে ৭৫ রান করেন।
পরবর্তী ফটো গ্যালারি