ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের পর থেকেই আতস কাঁচের তলায় আসে বিরাট কোহলি, রোহিত শর্মার টেস্ট পারফরমেন্স। গোটা বছরটা যদি দেখা যায়, তাহলে ২০২৪ সালে বিরাট কোহলি তেমন কোনও ফরম্যাটেই খুব বেশি সাফল্য পাননি। টি২০ বিশ্বকাপ ফাইনাল ছিল ব্যতিক্রম, সেখানে তাঁর পারফরমেন্সেই দল জেতার মতো স্কোরে পৌঁছায়।
বিসিসিআই অস্ট্রেলিয়া সফর শেষের পরই কদিন আগে স্পষ্ট আকারে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়ে দিয়েছে। সঙ্গে উল্লেখ করেছে, হয় ঘরোয়া খেলো নাহলে চুক্তির বাইরে থাকো-র তত্ত্ব। অর্থাৎ ডোমেস্টিক না খেললে যে জাতীয় দলেও ঠাই হবে না, তা স্পষ্ট করে দিয়েছে বোর্ড। রোহিত শর্মা নিজেই মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির পরের ম্যাচে খেলার কথা জানিয়ে দিয়েছেন, যদিও বিরাট কোহলিকে নিয়ে সংশয় রয়েছে।
আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন চোটের কারণে তিনি আগামী সৌরাষ্ট্র ম্যাচে খেলবেন না, যা শুরু হওয়ার কথা ছিল ২৩ জানুয়ারি থেকে। এর পরের ম্যাচ গ্রুপ স্টেজে দিল্লির সঙ্গে রেলওয়েজের। সেই ম্যাচেও বিরাট কোহলিকে আদৌ পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও ডিডিসিএর পক্ষ থেকে নিজেদের সম্ভাব্য স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। ডিডিসিএর এক শীর্ষ কর্তা জানিয়েছেন বিরাট এখনও রেলওয়েজ ম্যাচে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেননি। দীর্ঘদিন ধরেই তিনি রঞ্জিতে খেললেনন না।
ডিডিসিএর সেই কর্তার কথায়, ‘বিরাটের ঘাড়ে একটা চোট রয়েছে, মানে ব্যথা রয়েছে। তাই তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। সিডনি টেস্টের সময়ই বিরাট এই ব্যথা অনুভব করেছিলেন। ফলে তাঁকে সৌরাষ্ট্র ম্যাচে পাওয়া যাবে না। আর রেলওয়েজ ম্যাচটা দিল্লির গ্রুপ স্টেজের শেষ ম্যাচ, সেখানেও বিরাটকে পাওয়া যাবে কিনা, সে বিষয় আমরা নিশ্চিত নই’।
আরও পড়ুন- রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
বিরাট কোহলি না খেললেও দিল্লির রঞ্জি ট্রফির দলে অবশ্য তারকার কমতি থাকছে না। কারণ আইপিএল ও ঘরোয়া সার্কিটের একঝাঁক ক্রিকেটারের সঙ্গে দিল্লির জার্সিতে খেলতে দেখা যাবে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষব পন্ত। এক্ষেত্রে পন্ত অবশ্য মন জিতে নেওয়ার মতোই কাজ করেছেন। ডিডিসিএর শীর্ষকর্তাকে তিনি জানিয়েছেন, এক ম্যাচের জন্য যাতে দিল্লি সংস্থা তাঁদের অধিনায়ক বদল না করে। সেক্ষেত্রে রঞ্জিতে যেমন আয়ুশ বাদোনি অধিনায়কত্ব করছেন, তেমই করবেন।