বাংলা নিউজ > ক্রিকেট > County Cricket: ঐতিহাসিক চুক্তি! ঐতিহ্যশালী কাউন্টি ক্লাবের মালিকানা এল IPL ফ্র্য়াঞ্চাইজির হাতে

County Cricket: ঐতিহাসিক চুক্তি! ঐতিহ্যশালী কাউন্টি ক্লাবের মালিকানা এল IPL ফ্র্য়াঞ্চাইজির হাতে

ঐতিহ্যশালী কাউন্টি ক্লাবের মালিকানা এল IPL ফ্র্য়াঞ্চাইজির হাতে। ছবি- টুইটার।

County Cricket: কাউন্টি ক্রিকেটে এটিই প্রথম কোনও বিদেশি বিনিয়োগ। সেদিক থেকে দেখলে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল সংশ্লিষ্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলে দল কিনে ভারতীয় ক্রিকেটের আঙিনায় মাথা গলানোর চেষ্টা করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ। যদিও শেষমেশ তা সম্ভব হয়নি। তবে এবার ব্রিটিশ ক্রীড়াক্ষেত্রে দাপুটে পদার্পণ ঘটল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজির। যদিও ফুটবলে নয়, বরং ঐতিহ্যশালী এক কাউন্টি ক্লাবের কার্যত অর্ধেক মালিকানা চলে এল জিএমআর গ্রুপের হাতে, যারা আসলে আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের মালিকপক্ষ।

হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিল জিএমআর গ্রুপ। ঐতিহাসিক এই চুক্তির জন্য় দিল্লি ক্যাপিটালসের মালিকপক্ষের খরচ হয় প্রায় ১২০০ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস ছাড়াও আমিরশাহির ইন্টারন্য়াশনাল লিগ টি-২০, আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও দক্ষিণ আফ্রিকার এসএ-২০'র দলের মালিকানা রয়েছে এই সংস্থার হাতে। এবার কাউন্টি ক্রিকেটেও পা দিল জিএমআর গ্রুপ।

উল্লেখযোগ্য বিষয় হল, কাউন্টি ক্রিকেটে এটিই প্রথম কোনও বিদেশি বিনিয়োগ। জিএমআর গ্রুপ প্রাথমিকভাবে হ্যাম্পশায়ারের ৪৯ শতাংশ শেয়ার কিনলেও পরবর্তী সময়ে বাকি ৫১ শতাংশ মালিকানা কিনে নেওয়ারও বিকল্প খোলা রেখেছে। এই চুক্তির ফলে হ্যাম্পশায়ার বোল স্টেডিয়াম, হিল্টন হোটেল ও ক্রিকেট মাঠ সংলগ্ন ১৮ হোলের গলফ কোর্সের নিয়ন্ত্রণ চলে আসে জিএমআর গ্রুপের হাতে।

আরও পড়ুন:- IND vs BAN: ২০১৩ থেকে হোম টেস্টে ভারতের রেকর্ড দেখলে বুক কাঁপবে শাকিবদের, তবে রোহিতরা দুশ্চিন্তায় এই একটি বিষয়ে

অবশ্য একা জিএমআর গ্রুপ নয়, বরং কাউন্টি ক্রিকেটে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। যাদের মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। উল্লেখ্য, রয়্যালস, নাইট রাইডার্স, এমআই ও সুপার জায়ান্টস কর্তৃপক্ষের একাধিক ক্রিকেট লিগে বিনিয়োগ রয়েছে।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির তৃতীয় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব

নাইট রাইডার্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-২০ ও মেজর লিগ ক্রিকেটে দল কিনেছে। এমআই আইএল টি-২০, মেজর লিগ ক্রিকেট ও এসএ-২০'তে দল কিনেছে। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে দল রয়েছে সুপার জায়ান্টসের।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আর্থিক স্থিতাবস্তা চাইছে। এই অবস্থায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির পুঁজিকে হাতিয়ার করার পরিকল্পনা রয়েছে তাদের। অদূর ভবিষ্যতে দ্য হান্ড্রেডে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সরাসরি বিনিয়োগ চোখে পড়তে পারে। তবে এক্ষেত্রে টুর্নামেন্টের ফর্ম্যাট বদলের সম্ভাবনা উঁকি দিচ্ছে।

আরও পড়ুন:- Rahkeem Cornwall Takes 5 Wickets: একাই ৫ উইকেট কর্নওয়ালের, কেরিয়ারের সেরা বোলিংয়ে রয়্যালসকে জেতালেন রাকিম

এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও ভবিষ্যতে ১০০ বলের এই টুর্নামেন্টকে টি-২০ ফর্ম্যাটে বদলে দেওয়া হতে পারে। তাছাড়া হ্যাম্পশায়ার ও জিএমআরের এই চুক্তি অবিলম্বে আরও কিছু কাউন্টি ক্লাবে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার যে, আর কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাউন্টি ক্লাবের গাঁটছড়া চোখে পড়ে কিনা।

ক্রিকেট খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.