আগামী আইপিএলের জন্য মোট ৫৭৭ জন ক্রিকেটার নিলামে উঠেছিলে সৌদি আরবের জেদ্দাহতে। সেখানেই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মহম্মদ শামি থেকে মহম্মদ সিরাজরা নতুন দল পেয়ে যান। একই ভাবে নতুন দল পেলেন ভারতীয় দলে অতীতে খেলা ক্রিকেটার দীপক চাহার। তিনি দীর্ঘদিন সিএসকেতে থাকলেও ৯.২৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
সিএসকের হয়ে তিনবার আইপিএল জয়-
২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন দীপক চাহার। এরপর থেকেই সিএসকের বোলিং লাইন আপের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মহেন্দ্র সিং ধোনি তাঁকে ব্যবহার করলেন পাওয়ারপ্লেতে। ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে সিএসকের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও দীপক চাহারের ভূমিকা ছিল অনস্বীকার্য। ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার পাশাপাশি স্লগ ওভারেও দুরন্ত বোলিং করতেন তিনি।
টাকা কম থাকা সত্ত্বেও দীপককে চেয়েছিল সিএসকে-
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৭৬ ম্যাচে ৭৬টি উইকেট রয়েছে তাঁর। ফলে আইপিএলের অন্যতম সফল বোলারের নামই দীপক চাহার। সিএসকের সঙ্গে অবশেষে ৭ বছর পর গোল্ডেন হ্যান্ডশেক সেড়ে নিয়েও ধোনিকে ধন্যবাদ দিতে ভুলছেন না চাহার। তিনি বলছেন, ‘মাহিভাই আমায় শুরু থেকেই সমর্থন করেছে, তাই আমি আবার চেন্নাইতে ফিরতে চেয়েছিলাম। কিন্তু আমার নাম দ্বিতীয় দিনে ছিল, তাই আমার পরিষ্কার একটা ধারণা ছিল যে সিএসকের পক্ষে আমায় ফেরানো কঠিন হবে। ওদের পার্স ভ্যালু মাত্র ১৩ কোটি টাকা ছিল,তাও আমার জন্য ৯ কোটি টাকা পর্যন্ত বিড করে সিএসকে ’।
ব্যক্তিগত জীবনেও সিএসকে জড়িত দীপকের-
চাহার বলছেন, ‘আমি মনে মনে নিজেকে প্রস্তুতই রেখেছিলাম, যে সিএসকের পক্ষে আমায় ফেরানো কঠিন। গতবার আমার নাম শুরুর দিকে এসেছিল বলে চেন্নাইয়ের পক্ষে আমায় দলে ফেরানো সহজ হয়েছিল ’। চেন্নাইতে দীপক চাহারের সময়টা অত্যন্ত ভালোই কেটেছিল। কাপ জয়ের হ্যাটট্রিকের পাশাপাশি সিএসকেতে থাকাকালীন দুবাইতে পঞ্জাব কিংস ম্যাচের পর দীর্ঘদিনের বান্ধবি জয়া ভরদ্বাজকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক চাহার। ফলে আইপিএল, সিএসকে তাঁর ব্যক্তিগত জীবনেরও একটি অংশ হয়ে যায়।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
মুম্বইয়ের বোলিং শক্তিশালী হল-
চেন্নাই সুপার কিংসের জন্য দীপক চাহারের চলে যাওয়া যতটা ক্ষতি, মুম্বই ইন্ডিয়ান্সের জন্য দীপক চাহারকে পাওয়া তাঁদের ততটাই লাভ। কারণ চেন্নাই সুপার কিংসের হয়ে ওর অভিজ্ঞতা, দক্ষতা এবং ট্র্যাক রেকর্ড ছিল চোখে লাগার মতো। এখন দীপক চাহারের সেই সার্ভিই ব্যবহার করতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। এমনিতেই তাঁদের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, চাহার আসায় আরও শক্তি বাড়ল।