IPL ২০২৫-এর মেগা অকশনে চেন্নাই সুপার কিংস তাঁর জন্য বিড করবে বলে আশাবাদী দীপক চাহার। এই ভারতীয় পেসার বিগত কয়েক বছর ধরে CSK-এর হয়ে IPL খেলছেন। তবে তাঁকে এবার রিটেন করেনি এই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু দীপক আরও একবার হলুদ জার্সি গায়ে চাপাতে বেশ উৎসাহী। ২০২২-র অকশনে তাঁকে ১৪ কোটি টাকার বিনিময় কিনেছিল চেন্নাই সুপার কিংস। তবে সেই ভাবে কার্যকর হয়ে ওঠেননি তিনি। ২০২২-এর বেশিরভাগ সময়টা চোটের কারনে মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর ২০২৩ এবং ২০২৪ মরশুমেও তাঁর ফর্ম তলানিতে ছিল। এই দুই মরশুমে যথাক্রমে তিনি ১৩ এবং ৫ উইকেট নেন। দীপক মনে করছেন মেগা অকশনে ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁকে দলে পেতে ঝাঁপাবে, বিশেষ করে পাওয়ার প্লে ওভারের তাঁর কম রান দেওয়ার রেকর্ড দেখে।
টাইমস অফ ইন্ডিয়াকে দীপক চাহার বলেন, ‘আগেরবারও তারা আমায় রিটেন করেনি। কিন্তু মেগা অকশনে আমাকে দলে নিতে তারা ঝাঁপিয়ে পড়েছিল। আমি জানি না এবার কী হবে। আমার মনে হয় আমার দক্ষতারও এবার সঠিক মূল্যায়ন হবে। বিশেষ করে এখন যখন পাওয়ার প্লে-তে দলগুলো ৯০-১০০ রান করে ফেলছে। এখন প্রায়ই ২০০ রান হয়ে যায় ম্যাচে। আমার মনে হয় শেষের ওভারগুলোতে কম রান দিয়ে আমি নিজেকে প্রমাণ করেছি।’
এবারের রিটেনশনে চেন্নাই সুপার কিংসের তরফে খুব বেশি চমক ছিল না। শুধুমাত্র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজাকে ১৮ কোটি টাকার বিনিময় ধরে রাখা ছাড়া। অন্যদিকে এমএস ধোনিকে তারা ৪ কোটি টাকার বিনিময় আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রেখেছে। এছাড়াও শিবম দুবেকে ১২ কোটি এবং মাথিসা পথিরানাকে ১৩ কোটি টাকার বিনিময় ধরে রেখেছে CSK।
দীপক চাহার চান চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস তাঁর জন্য বিড করুক। তিনি বলেন, ‘আমি মনে করি তারা আমার জন্য বিড করবে। আমি আবার হলুদ জার্সি পড়তে চাই। তবে যদি তা না হয় তাহলে আমি চাইব রাজস্থান রয়্যালস যাতে আমার জন্য বিড করে।’ তবে শেষ পর্যন্ত তিনি কোন দলে যাবেন তা নির্ধারণ হবে আসন্ন মেগা অকশনে। নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখ সৌদি আরবে বসবে এই নিলাম। সেখানেই কোন ক্রিকেটার কোন দলে যাবে সেই ভাগ্য নির্ধারণ হবে।