অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে হারের পর টি-২০ সিরিজ দুর্দান্তভাবে শুরু করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে চোখের নিমেষে গুড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। রবিবার, অর্থাৎ ৭ জানুয়ারি, চলছে দ্বিতীয় ম্যাচ। শেষ হয়ে গিয়েছে প্রথম ইনিংস। অল্প রানে ভারতকে রুখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। তবে এদিন ব্যাট হাতে একটি নতুন রেকর্ড করলেন দলের তারকা স্পিনার দীপ্তি শর্মা। আন্তর্জাতিক স্তরে টি-২০ ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি হাজার রান করার পাশাপাশি ১০০টি উইকেট নিয়েছেন। এই রেকর্ডে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন ভারতের মহিলা দল। এছাড়া খুশি দীপ্তি নিজেও। তার এই কৃতিত্ব মন ছুঁয়েছে বহু ভারতীয় ক্রিকেটপ্রেমীর। সকলেই জানিয়েছেন অভিনন্দন।
রবিবার সর্দার প্যাটেল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে ভারতের মহিলা দল। এদিন প্রথমে ব্যাট করে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৩০। তবে ভারতের ইনিংস চলাকালীন একটি নজির গড়লেন দলের তারকা স্পিনার দীপ্তি শর্মা। এদিন তিনি করেন ৩০ রান। তবে এদিন তিনি প্রথম মহিলা ক্রিকেটার হন তিনি বল হাতে ১০০ উইকেট নেওয়া পাশাপাশি ব্যাট হাতে টি২০ ক্রিকেটে ১০০০ রান পার করেন।
দীপ্তির এই রেকর্ডে খুশি হয়েছেন তাঁর সতীর্থরা। পাশাপাশি, রেকর্ড করার পর বিসিসিআই নিজেদের এক্স হ্যান্ডেল থেকে খবরটি পোস্ট করেন। সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে নানা প্রশংসার কমেন্টস। সকলেই অভিনন্দন জানান তাঁকে। সবারই মতো আগামীদিনে মহিলা ক্রিকেটে একটি বড় নাম হয়ে উঠবে দীপ্তি। প্রসঙ্গত, এই মুহূর্তে চলছে দ্বিতীয় ইনিংস। ইতিমধ্যেই দুটি উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া এবং দুটিই নিয়েছেন দীপ্তি শর্মা। এই মুহূর্তে ম্যাচে রয়েছে দুই দল। যে কেউ পারে জিততে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে জেতে এই ম্যাচ। অস্ট্রেলিয়া কি পারবে সিরিজে সমতা ফেরাতে নাকি ভারত জয় পেয়ে পকেটে তুলে নেবে সিরিজ?
উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এক সাক্ষাৎকার এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এমন পারফরম্যান্স দিয়ে এবং আগামীদিনে তিনি দলের জন্য মাঠে নিজের সেরাটা দিয়ে দেবেন। এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলিতে কি করে দেখান দীপ্তি।