বাংলা নিউজ > ক্রিকেট > Deepti Sharma: হাজার রান সঙ্গে ১০০ উইকেট, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য নজির গড়লেন দীপ্তি

Deepti Sharma: হাজার রান সঙ্গে ১০০ উইকেট, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য নজির গড়লেন দীপ্তি

দীপ্তি শর্মা। ছবি-এএনআই ও বিসিসিআই এক্স (BCCI Women-X)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনন্য রেকর্ড গড়ে ফেললেন দীপ্তি শর্মা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়লেন বঙ্গ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে হারের পর টি-২০ সিরিজ দুর্দান্তভাবে শুরু করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে চোখের নিমেষে গুড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। রবিবার, অর্থাৎ ৭ জানুয়ারি, চলছে দ্বিতীয় ম্যাচ। শেষ হয়ে গিয়েছে প্রথম ইনিংস। অল্প রানে ভারতকে রুখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। তবে এদিন ব্যাট হাতে একটি নতুন রেকর্ড করলেন দলের তারকা স্পিনার দীপ্তি শর্মা। আন্তর্জাতিক স্তরে টি-২০ ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি হাজার রান করার পাশাপাশি ১০০টি উইকেট নিয়েছেন। এই রেকর্ডে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন ভারতের মহিলা দল। এছাড়া খুশি দীপ্তি নিজেও। তার এই কৃতিত্ব মন ছুঁয়েছে বহু ভারতীয় ক্রিকেটপ্রেমীর। সকলেই জানিয়েছেন অভিনন্দন।

রবিবার সর্দার প্যাটেল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে ভারতের মহিলা দল। এদিন প্রথমে ব্যাট করে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৩০। তবে ভারতের ইনিংস চলাকালীন একটি নজির গড়লেন দলের তারকা স্পিনার দীপ্তি শর্মা। এদিন তিনি করেন ৩০ রান। তবে এদিন তিনি প্রথম মহিলা ক্রিকেটার হন তিনি বল হাতে ১০০ উইকেট নেওয়া পাশাপাশি ব্যাট হাতে টি২০ ক্রিকেটে ১০০০ রান পার করেন।

দীপ্তির এই রেকর্ডে খুশি হয়েছেন তাঁর সতীর্থরা। পাশাপাশি, রেকর্ড করার পর বিসিসিআই নিজেদের এক্স হ্যান্ডেল থেকে খবরটি পোস্ট করেন। সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে নানা প্রশংসার কমেন্টস। সকলেই অভিনন্দন জানান তাঁকে। সবারই মতো আগামীদিনে মহিলা ক্রিকেটে একটি বড় নাম হয়ে উঠবে দীপ্তি। প্রসঙ্গত, এই মুহূর্তে চলছে দ্বিতীয় ইনিংস। ইতিমধ্যেই দুটি উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া এবং দুটিই নিয়েছেন দীপ্তি শর্মা। এই মুহূর্তে ম্যাচে রয়েছে দুই দল। যে কেউ পারে জিততে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে জেতে এই ম্যাচ। অস্ট্রেলিয়া কি পারবে সিরিজে সমতা ফেরাতে নাকি ভারত জয় পেয়ে পকেটে তুলে নেবে সিরিজ?

উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এক সাক্ষাৎকার এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এমন পারফরম্যান্স দিয়ে এবং আগামীদিনে তিনি দলের জন্য মাঠে নিজের সেরাটা দিয়ে দেবেন। এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলিতে কি করে দেখান দীপ্তি।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.