রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে দিল্লির সঙ্গে সাত বছর থাকার পরে এই বছরেই চুক্তি শেষ হয়েছে ঋষভ পন্তদের ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পন্টিংয়ের। সেই পরিস্থিতিতে তাঁর সঙ্গে নতুন করে আর চুক্তি করল না দিল্লি। যদিও দিল্লির সঙ্গে যুক্ত থাকছেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর ‘প্রমোশনও’ হচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি। সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ জানিয়েছেন যে তিনি দিল্লিকে আইপিএল জেতানোর চেষ্টা করবেন। আর সেজন্য আগামী মরশুমে তিনি দিল্লির হেড কোচের কুর্সিতে বসবেন বলে দাবি করেছেন সৌরভ। যদিও আপাতত সরকারিভাবে দিল্লির তরফে সেই ঘোষণা করা হয়নি।
কেন পন্টিংয়ের সঙ্গে নয়া চুক্তি করল না দিল্লি?
পন্টিংয়ের সঙ্গে কেন নতুন করে চুক্তি করা হল না, তা নিয়ে দিল্লির তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও ওই রিপোর্ট অনুযায়ী, সৌরভ বলেছেন যে জিওফ্রে বয়কট একদম ঠিক কথা বলেছেন। সাত বছরে দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি পন্টিং। তাই এবার ভারতীয় কোচিং স্টাফদের নিযুক্ত করার পরামর্শ দেবেন। আর নিজেই হেড কোচ থাকবেন। যদিও সৌরভের ভবিষ্যৎ নিয়ে দিল্লির তরফে কিছু জানানো হয়নি। আজ শুধু পন্টিংকে নিয়ে আবেগমাখা বার্তা পোস্ট করা হয়েছে।
পন্টিংকে নিয়ে আবেগমাখা বার্তা দিল্লির
দিল্লির তরফে বলা হয়েছে, 'প্রিয় রিকি, হেড কোচ হিসেবে যে আপনার যাত্রা শেষ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করার কাজটা খুব কঠিন। প্রতিটি হাডলে আপনি আমাদের চারটি বিষয় বলতেন - যত্ন, অঙ্গীকার, মনোভাব এবং চেষ্টা। যে চারটি বিষয়ই আমাদের সাতটি গ্রীষ্মকে সবথেকে ভালোভাবে তুলে ধরে।' সেইসঙ্গে দিল্লির তরফে বলা হয়েছে, 'কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায়শই বলতেন যে এখানেই এটা শেষ হোক। এক গ্লাস বিয়ার নেওয়া হোক, আর আগামিকাল থেকে কাজে ফিরে আসা যাক। তাই তো?'
২০২৫ সালে IPL-র মেগা নিলাম
এমনিতে আগামী বছর আইপিএলের মেগা নিলাম আছে। প্রথমবার আইপিএল জেতার জন্য যে টিম গড়তে হবে, সেটা পরিকল্পনা করে নিলামে নামবে দিল্লি। আর সেই মেগা নিলামকেই পাখির চোখ করছে বলে জানিয়েছেন সৌরভ। যিনিও এখনও পর্যন্ত কোনও আইপিএল ট্রফি জেতেননি। খেলোয়াড় হিসেবে জেতা হয়নি। তারপরও আইপিএল ট্রফি ছুঁতে পারেননি।