শেষমেশ আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হল। দলের অপরাধের দায় গিয়ে পড়ল ক্যাপ্টেনের ঘাড়ে। ফলে আইপিএলের একটি ম্যাচ থেকে নির্বাসিত হলেন দিল্লি দলনায়ক ঋষভ পন্ত।
গত ৭ মে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৫৬তম লিগ ম্যাচে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লি ২০ রানে জয় তুলে নেয় বটে, তবে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ফলে স্লো ওভার রেটের দায়ে পড়ে ক্যাপিটালস।
এই প্রথমবার নয়, বরং চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয়বার নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হয় দিল্লি। আগের দু'বারও শাস্তি পেতে হয়েছিল পন্তকে। দ্বিতীয়বার শাস্তি হয়েছিল দিল্লির বাকি ক্রিকেটারদেরও। একই মরশুমে তৃতীয়বার আইপিএলের আচরণবিধি ভঙ্গ করার জন্য বিরাট শাস্তি হয় পন্তের। তাঁকে ৩০ লক্ষ টাকা জরিমানা করে বিসিসিআই। সেই সঙ্গে একটি ম্যাচ থেকে নির্বাসিত করার কথা জানিয়ে দেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
একা পন্তেরই নয়, বরং শাস্তি হয় দিল্লির সব ক্রিকেটারের। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ সেই ম্যাচে দিল্লির হয়ে বাকি যাঁরা মাঠে নেমেছিলেন, তাঁদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকা, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:- IPL-এ দল পাননি, পূজারা-নায়ারের সঙ্গে কাউন্টিতে যোগ দিয়েই ধুম মচালেন ভারতীয় পেসার- ভিডিয়ো
দিল্লি ক্যাপিটালসের তরফে ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। তবে বিসিসিআইয়ের ওমবাডসম্যান বা ন্যায়পাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিনীত শরন ম্যাচ রেফারির সিদ্ধান্ত বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি। সুতরাং, রবিবার আরসিবির বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাপ্টেন পন্তকে ছাড়াই মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে।
স্লো ওভার-রেটে শাস্তির কী নিয়ম রয়েছে আইপিএলের আচরণবিধিতে:-
১. মরশুমে প্রথমবার নূন্যতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের দায়ে পড়লে সংশ্লিষ্ট দলের কেবল অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
২. দ্বিতীয়বার ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধের জন্য সংশ্লিষ্ট দলের ক্যাপ্টেন-সহ সব ক্রিকেটারের শাস্তি হয়। প্রথম একাদশ ছাড়াও সেই দলের ইমপ্যাক্ট প্লেয়ারকেও জরিমানা করা হয়। ক্যাপ্টেনকে সেক্ষেত্রে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা করে অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
৩. একই মরশুমে তৃতীয়বার স্লো ওভার রেটের দায়ে পড়লে সংশ্লিষ্ট দলের ক্যাপ্টনকে জরিমানা দিতে হয় ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা। সেই সঙ্গে একটি ম্যাচ নির্বাসিতও করা হয় তাঁকে। সেই সঙ্গে দলের বাকিদের ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা করে অথবা ম্যাচ-ফির ৫০ শতাংশ অর্থ খোয়াতে হয়।
দিল্লি কোন কোন ম্যাচে স্লো ওভার রেটের দায়ে পড়ে:-
১. ভাইজ্যাগেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচে স্লো ওভার-রেটের দায়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। ফলে শাস্তি হিসেবে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় ক্যাপ্টেন ঋষভ পন্তের।
২. পরে ভাইজ্যাগেই কেকেআরের বিরুদ্ধে হোম ম্যাচে দ্বিতীয়বার নূন্যতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের দায়ে পড়ে দিল্লি। ফলে ক্যাপ্টেন ঋষভ পন্তকে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দিল্লির বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
৩. এবার কোটলায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম ম্যাচে তৃতীয়বার ওভার-রেট বজায় রাখতে ব্যর্থ হয় দিল্লি। ফলে ক্যাপ্টেন পন্তের ৩০ লক্ষ টাকা জরিমানা হয় এবং তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দিল্লির বাকি সব ক্রিকেটারদের ১২ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।