শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের সফর খুব একটা ভালো কাটছে না ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দলের। শুক্রবারের আগে পর্যন্ত তারা পাঁচ ম্যাচ খেলে জিতেছিল মাত্র একটি ম্যাচ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে সেই জয়টা ছাড়া তাদের হাত ছিল প্রায় ফাঁকা। এমন আবহে শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। ম্যাচে ছয় উইকেটের বড় ব্যবধানে সহজ জয় পেয়েছে দিল্লি দল। চলতি আসরে এটি তাদের দ্বিতীয় জয়। আর এই জয়ের মধ্যে দিয়েই আইপিএলের ইতিহাসে লখনউয়ের বিরুদ্ধে এক অনন্য নজির গড়ে ফেলেছে দিল্লি। যে নজির নেই আর অন্য কোন দলের।
আইপিএলের ইতিহাসে সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতা প্রথম দল হওয়ার নজির গড়েছে তারা। এই নজির আগে আর কোন ফ্র্যাঞ্চাইজি গড়তে পারেনি। আইপিএলে সুপার জায়ান্টসের বিরুদ্ধে আবার এটাই প্রথম জয় দিল্লি দলের। দিল্লি ছাড়া আইপিএলের ইতিহাসে এর আগে আর মাত্র দুটি দল লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছিল। তারা হল গুজরাট টাইটানস এবং পঞ্জাব কিংস। তবে ১৬০'র বেশি রান তাড়া করে জয়ের নজির গড়লেন পন্তরাই। এদিন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত নিজেও ব্যাট হাতে বেশ ভালো ফর্মে ছিলেন।
এ দিন প্রথমে ব্যাট করে সুপার জায়ান্টস দল। তারা ৭ উইকেটে ১৬৭ রান করে। আয়ুষ বাদোনি ৫৫ এবং কেএল রাহুল ৩৯ রান ছাড়া বলার মতন রান পাননি আর কোন ব্যাটার। দিল্লির হয়ে কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করেছেন। চার ওভার বোলিং করে তিনি ২০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি তাদের ওপেনার ডেভিড ওয়ার্নারকে (৮) তাড়াতাড়ি হারায়। তবে এরপরেই অভিষেক ম্যাচ খেলতে নামা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে পৃথ্বী শ করেন ৩২। এছাড়াও ঋষভ পন্ত ৪১ রান করে দলের জয় নিশ্চিত করেন।