চেন্নাই সুপার কিংস দলের পথে ঋষভ পন্ত? উঠল বড় জল্পনা। মহেন্দ্র সিং ধোনি গতবার আইপিএলেই ঠিকভাবে পারফর্ম করতে পারেননি। হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে মাহি ঠিকভাবে ফিট হয়ে উঠতে পারেননি। সেই কারণেই তিনি আইপিএল শুরুর আগেই নিজের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার পরিবর্তে দলের অধিনায়ক পদে আনা হয় রুতুরাজ গায়েকওয়াড়কে। আগামী বছরের আইপিএলে ধোনি খেলবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই গেছে। এরই মধ্যে জল্পনা ছড়িয়েছিল চেন্নাই সুপার কিংস চাইছে ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্তকে। এবার সেই জল্পনাই বাড়িয়ে দিলেন খোদ পন্ত। সোশাল মিডিয়ায় তিনি এমন ইঙ্গিত দিলেন যা দেখে অনেকেই মনে করছে পন্ত আসতে পারেন সিএসকেতেই।
আরও পড়ুন-RG করের ঘটনা এবার বার্তা ভারত অধিনায়কের! বললেন নিজের ভাই, বন্ধু, স্বামীকে শিক্ষা দিন…
প্রত্যেক দলই তারকা ক্রিকেটারদের খুঁজে নিয়ে দলের মুখ করে। মহেন্দ্র সিং ধোনি এই মূহূর্তে দলের মুখ। তিনি পরেরবার সিএসকে দলে নন ক্যাপড প্লেয়ার হিসেবে ফিরতে পারেন। তবে মাহির পর দলের অধিনায়কত্বের দায়িত্ব কে কাঁধে তুলে নেবে, সেটা এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাইছে সিএসকে। এরই মধ্যে পন্ত উস্কে দিলেন সিএসকেতে যোগ দেওয়ার জল্পনা।
আরও পড়ুন-১০টির মধ্যে ৬ টেস্ট জয় চাই! তাহলেই WTC ফাইনালে ওঠার হ্যাটট্রিক করবে ভারত…
মহেন্দ্র সিং ধোনি অতীতে সিএসকেতে যোগ দেওয়ার পর রজনিকান্তের অভিনিত এক সিনেমার ছবি পোস্ট করেছিলেন, সঙ্গে ক্যাপশন দিয়েছিলেন থালাইভা। ঋষভ পন্তও হঠাৎই সেই একই পোস্ট সোশাল মিডিয়ায় দিলেন। রজনিকান্তের ছবি দিয়ে ঋষভ পন্ত লিখলেন থালাইভা, আর এই পোস্টই জল্পনা বাড়িয়ে দিয়েছে। সমর্থকরাও মনে করছেন, এটা সিএসকের সমর্থকদের জন্য পন্তের বার্তা ছিল। ইনস্টাগ্রামে ২৬ বছর বয়সী পন্ত এই বার্তা দেন।
আরও পড়ুন-ভারতে এসে যশস্বীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ডাকেট বলছেন, 'সমালোচনা নয়, প্রশংসা করেছি'
দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তাঁরা পন্তকে রাখতেই চান। যদিও সিএসকের কর্তা জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত হিসেবে যদি কোনও উইকেটরক্ষকে নেওয়া হয়, তাহলে ভারতের সেরা উইকেটরক্ষককেই তাঁরা নেবেন, এক্ষেত্রে পন্থই ভারতীয় দলের সেরা উইকেটরক্ষক এবং ১ নম্বর উইকেটরক্ষক, তা বলাই বাহুল্য। তাই তাঁর এই পোস্ট সিএসকেতে পন্তের যোগের জল্পনা আরও বাড়াল।