উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ২টি মরশুমেও ফাইনাল খেলে দিল্লি ক্যাপিটালস। তবে একবার মুম্বই ইন্ডিয়ান্স ও একবার আরসিবির কাছে হারতে হয় তাদের। এই নিয়ে টানা তৃতীয়বার ডব্লিউপিএলের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় দিল্লি। তৃতীয় প্রচেষ্টায় ক্যাপিটালস ট্রফি খরা কাটাকে নিতান্ত মরিয়া।
ডব্লিউপিএল ২০২৫-এর ফাইনালে ফের দিল্লির মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স, যারা ২০২৩-এর উদ্বোধনী মরশুমে ক্যাপিটালসকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হয়। এবার হরমনপ্রীতরা ফের শেষ হাসে হাসেন, নাকি দিল্লি মধুর প্রতিশোধ নেয়, সেটাই হবে দেখার। আপাতত দেখে নেওয়া যাক উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-এর ফাইনালে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স হাই ভেল্টেজ ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে-কোথায়-কখন শুরু ম্যাচ
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ মার্চ অর্থাৎ শনিবার। এই ম্যাচটি খেলা হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায়। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে খেলা
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ডব্লিউপিএলের খেতাবি ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-১ হিন্দি চ্যানেলে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত মোট ৭ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ৪টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। ৩টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।
ডব্লিউপিএল ২০২৫-এর জন্য দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড
মেগ ল্যানিং (ক্যাপ্টেন), জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, স্নেহা দীপ্তি, অ্য়ালিস ক্যাপসি, অ্যানাবেল সাদারল্যান্ড, অরুন্ধতী রেড্ডি, জেস জোনাসেন, মারিজান কাপ, মিন্নু মনি, এন চরনি, নিকি প্রসাদ, রাধা যাদব, শিখা পান্ডে, নন্দিনী কাশ্যপ, সারা ব্রাইস, তানিয়া ভাটিয়া ও তিতাস সাধু।
ডব্লিউপিএল ২০২৫-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), অক্ষিতা মহেশ্বরী, আমনদীপ কৌর, আমনজ্যোৎ কৌর, অ্যামেলিয়া কের, ক্লোই ট্রায়ন, হেইলি ম্যাথিউজ, জিন্তিমনি কলিতা, কীর্তন বালাকৃষ্ণন, নাদিন ডি'ক্লার্ক, ন্যাট সিভার, সজীবন সজনা, সংস্কৃতি গুপ্ত, জি কমলিনী, যস্তিকা ভাটিয়া, সাইকা ইশাক, পারুনিকা সিসোদিয়া ও শাবনিম ইসমাইল।