২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি কেএল রাহুল। তিনি অবশ্য এই নিয়ে গাল ফুলিয়ে বসে নেই। বরং টি-টোয়েন্টি দলে ফেরার ভাবনাটাই এখন তাঁর কাছে আসল। কেএল রাহুলের দৃষ্টিভঙ্গি বাস্তবসম্মত এবং পরিস্থিতি-নির্ভর। তাই তাঁর দাবি, ‘আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাকে কী করতে হবে, তার উপর নির্ভর করছে সবটা।’ রাহুল বুঝতে পেরেছেন যে, দলে প্রত্যাবর্তন করতে হলে, শুধু খেলার ইচ্ছে থাকলেই হবে না, বরং সঠিক ফর্মে থাকা এবং দলের প্রয়োজনীয়তা পূরণ করাটা স্বাভাবিক।
১৪ পয়েন্ট পেয়েও ছিটকে গেল লখনউ
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের ডেরা ওয়াংখেড়েতে তাদের ১৮ রানে হারিয়েছে রাহুলের দল লখনউ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এবার আইপিএল মরশুম শেষ করল লখনউ। ১৪ পয়েন্ট সংগ্রহ করলেও, নেট রানরেটের কারণে তারা আইপিএলের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিকে লখনউয়ের কাছে হেরে, মুম্বই ইন্ডিয়ান্স শেষ তিনটি আইপিএল সংস্করণের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার লাস্টবয় হল, অর্থাৎ দশে শেষ করল।
হতাশ রাহুল
ম্যাচের পর ২০২৪ মরশুম সম্পর্কে রাহুল বলতে গিয়ে হতাশাই প্রকাশ করেছেন। বলেছেন, ‘খুবই হতাশাজনক মরশুম। তবে সিজনের শুরুতে, আমি সত্যিই অনুভব করেছিলাম যে, আমাদের একটি শক্তিশালী দল আছে এবং বেশির ভাগ জায়গাগুলি কভার করা ছিল। কিছু চোট হয়ে যায়। প্রতিটি দলেই একই অবস্থা হয়েছে। তবে আমরা যথেষ্ট ভালো খেলিনি। এদিনের ম্যাচে (মুম্বইয়ের বিরুদ্ধে) ভালো পারফরম্যান্স করেছি। এমন পারফরম্যান্স আরও বেশি করা উচিত ছিল। দুর্ভাগ্যবশত, আমরা তা করতে পারিনি।’
আরও পড়ুন: সব দলে বুমরাহ বা রশিদ নেই- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতের সুরে সুর মেলালেন কোহলি
ভারতীয় পেসারদের প্রশংসায় ভরালেন কেএল
তবে রাহুল এলএসজির ভারতীয় পেসারদের কঠোর পরিশ্রম এবং উন্নয়নের প্রশংসা করেছেন। তাঁদের প্রশিক্ষণের জন্য ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য বিনিয়োগের কথা উল্লেখ করেছেন। বলেছেন, ‘ওদের জন্য সত্যিই খুব খুশি। ফ্র্যাঞ্চাইজি ওদের জন্য অনেক সময় এবং শক্তি বিনিয়োগ করেছে। এটি বছরের মাত্র দুই মাস নয়। আমরা মায়াঙ্ক এবং যুধবীরকে দক্ষিণ আফ্রিকায় মর্নে মরকেলের সঙ্গে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলাম। ওদের জন্য কঠোর পরিশ্রম ফল দিয়েছে, তবে ফ্র্যাঞ্চাইজি এবং দল ওদের জন্য অনেক কাজ করেছে।’
টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে বাস্তবে পা লখনউ অধিনায়ক
টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে রাহুলের দাবি, তিনি সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ওপেন করবেন কিনা, সেটা নির্ভর করছে, সেটা তাঁর পারফরম্যান্সের উপর। বাস্তবের জমিতে দাঁড়িয়ে রাহুল দাবি করেছেন, ‘এখন খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট আমার জন্য থাকবে না। তবে আমি টি-টোয়েন্টিতে দলে ফিরব বা ওপেন করব, সবটা নির্ভর করছে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং দলে ফিরে আসার জন্য আমাকে কী করতে হবে, তার উপর। আমি দলের কোথায় প্রয়োজনে লাগব, সেটা নিয়ে ভাবতে হবে।’