মেজর লিগ ক্রিকেট ২০২৪-এর দ্বিতীয় ম্যাচেই অবিশ্বাস্য ফিল্ডিংয়ের নমুনা পেশ করলেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ডেরন ডেভিস। টুর্নামেন্টের একেবারে শুরুতে ধরা এই ক্যাচ শেষমেশ মরশুমের সেরা ক্যাচের পুরস্কার জিতে নিতে পারে। এককথায়, ডেরনের ফিল্ডিংয়ে মন্ত্রমুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
শনিবার ডালাসে মেজর লিগ ক্রিকেটের নতুন মরশুমের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে সুনীল নারিনের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বাধীন টেক্সাস সুপার কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে।
সুপার কিংস পালটা ব্যাট করতে নামলে ইনিংসের ১৪তম ওভারে জোশুয়া ট্রম্পের দুর্ধর্ষ ক্যাচ ধরেন ডেভিস। ১৩.৫ ওভারে আলি খানের শর্ট ডেলিভারিতে আপার কাটের চেষ্টা করেন ট্রম্প। থার্ডম্যান বাউন্ডারির উপর দিয়ে ছক্কা মারাই উদ্দেশ্য ছিল তাঁর। যদিও বল কার্যত মাঠের সমান্তরালে উড়ে যায়।
ডেভিস নিজের বাঁ-দিকে অনেকটা দৌড়ে শূন্যে শরীর ছুঁড়ে দেন। শূন্যে ভেসে থাকা অবস্থাতেই তিনি বল তালুবন্দি করেন। মাঠে আছড়ে পড়ার পরেও বল হাত থেকে ছিটকে যেতে দেননি ডেরন। স্বাভাবিকভাবেই এমন ক্যাচের পরে ডেভিসকে ঘিরে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন নাইট তারকারা।
ম্যাচে ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে টেক্সাস সুপার কিংসকে হারিয়ে দেয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। নাইটদের ৭ উইকেটে ১৬২ রানের জবাবে সুপার কিংস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫০ রানে আটকে যায়। নাইট রাইডার্সের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উন্মুক্ত চাঁদ। ৪৫ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। দাপুটে ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন উন্মুক্ত।
সুপার কিংস ম্যাচ হেরে যাওয়ায় ব্যর্থ হয় ডেভন কনওয়ের লড়াকু হাফ-সেঞ্চুরি। তিনি ৩৯ বলে ৫৩ রান করেন। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। নাইটদের হয়ে ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন আলি খান। ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন স্পেনসার জনসন। ৪ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নেন সুনীল নারিন। ৩ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন শাকিব আল হাসান। ম্যাচের সেরা হন আলি খান।