শুভব্রত মুখার্জি:- ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল মুম্বই। রঞ্জি ট্রফি থেকে শুরু করে সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতন ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোতে তারা ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করে বরাবর। সেই ধারা বজায় রাখতেই চলতি মরশুমে নিজেদের দলের বোলিংয়ের দিকে আরো নজর দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রাক্তন ভারতীয় পেসার ধাওয়াল কুলকার্নিকে তারা চলতি মরশুমে দলের বোলিং মেন্টর হিসেবে নিয়োগ করল। এই নিয়োগের কথা তারা নিশ্চিত করেছে বুধবার। ঘরোয়া ক্রিকেট তো বটেই পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা রয়েছে ধাওয়াল কুলকার্নির। দীর্ঘদিন আইপিএলেও খেলেছেন তিনি।এবার তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যের হয়ে খেলা তরুণ প্রতিভাবান পেসারদের তৈরি করার পাশাপাশি অভিজ্ঞ পেসারদেরও সহায়তা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে এমসিএ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-সাদা সিধে ছেলের পেটে এত কিছু...খেতে বসে গম্ভীরকে গার্লফ্রেন্ডের কথা বলেছিলেন কেন নারিন?
এই বছরেই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই দল। এটা তাদের ৪২ তম ট্রফি জয়। এই ট্রফি জয়ের পরেই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ধাওয়াল। এরই কয়েকমাসের মধ্যেই ৩৫ বছর বয়সী প্রাক্তন ভারতীয় পেসারকে দলের বোলিং মেন্টর হিসেবে নিয়োগ করা হল। তবে শুধুমাত্র সিনিয়র দল নয় সমস্ত বয়সভিত্তিক দলের বোলিং মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। ৩৫ বছর বয়সী ধাওয়াল কুলকার্নি তাঁর কেরিয়ারে ৯৬ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৮৫ টি উইকেট। পাশাপাশি খেলেছেন ১৩০ টি লিস্ট -এ ম্যাচ। যেখানে তিনি নিয়েছেন ২২৩ টি উইকেট।
আরও পড়ুন-ভিডিয়ো-বিশ্বকাপের ম্যাচে নামার আগে নার্ভাস ছিলেন কোহলি… কোন ম্যাচের কথা বললেন বিরাট!
এখানেই শেষ নয় এর পাশাপাশি ধাওয়াল কুলকার্নি খেলেছেন ১৬২ টি টি-২০ ম্যাচ। যেখানে তিনি নিয়েছেন ১৫৪ টি উইকেট। এর পাশাপাশি তিনি ১৯ টি উইকেট নিয়েছেন ১৩ টি একদিনের ম্যাচ খেলে। পাশাপাশি ভারতের হয়ে তিনি দুটি টি-২০ ম্যাচ ও খেলেছেন। নিয়েছেন তিনটি উইকেট। এমসিএ এদিন তাদের অ্যাপেক্স কাউন্সিলের মিট করে। সেখানেই তারা এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আরো একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Indian Cricket Team-কোচ সাবধানে বাছা উচিত....হঠাৎ পোস্ট সৌরভের, নিশানা নিয়ে তুঙ্গে জল্পনা
কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরকে তারা এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা দেবেন। ১০ জুলাই ৭৫ বছর বয়সে পা দিচ্ছেন গাভাসকর। আর সেই কারণেই আয়োজন করা হবে এই সম্বর্ধনা অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন এমসিএর সেক্রেটারি অজিঙ্কা নায়েক। ২০২১ সালে এমসিএর তরফে গাভাসকরকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি স্পেশাল বক্সও উপহার দেওয়া হয়েছিল। পাশাপাশি স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণও করা হয়েছিল দিলীপ বেঙ্গসরকারের নামে।