ভারতীয় ক্রিকেট দল গত শনিবার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। দেশজুড়েই চলছে উৎসবের পালা। যেখানেই যাচ্ছেন রোহিত শর্মারা, সেখানেই বিপুল জনজোয়ারের সামনে পড়ছেন তাঁরা। মুম্বইয়ের ম্যারিন ড্রাইভে জনজোয়ার দেখে তাক লেগে গেছিল রোহিত শর্মা, ঋষভ পন্তদের। ভাবতেও পারেননি এত মানুষ এক জায়গায় তাঁদের সমর্থন জানানোর জন্য আসতে পারেনি। এই টি২০ বিশ্বকাপের পরই বিরাট কোহলি, রোহিত শর্মারা জানিয়ে দিয়েছেন টি২০তে আর তাঁরা খেলবেন না। ফলে একটা অশনি সংকেত মানুষের মনের ভিতর রয়েই গেছে, যে খুব বেশিদিন হয়ত আর তাঁদের আন্তর্জাতিক ফর্ম্যাটেও দেখা না যেতে পারে, তাই যতটা সম্ভব তাঁদের ভালোবাসার মুড়িয়ে দিচ্ছেন ভক্তরা। এরই মধ্য দঃ আফ্রিকা ম্যাচ চলাকালীন নিজের অভিজ্ঞতার কথা বললেন ভারতীয় ক্রিকেটার ধ্রুব জুরেল।
আরও পড়ুন-রুপো, ব্রোঞ্জ পেয়েছি অলিম্পিক্সে! এবার পদকের রং বদলাব, প্রধানমন্ত্রীকে কথা দিলেন সিন্ধু!
শনিবার দঃ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে একাধিক টার্নিং পয়েন্ট কাজে লেগে যাওয়ায় বিশ্বকাপের ট্রফি হাতে উঠেছিল রোহিত শর্মার হাতে। প্রথমত দ্রুত তিন উইকেট খোয়ানোর পর বিরাট এবং অক্ষরের জুটি ক্লিক করে যায়, এক্ষেত্রে অক্ষরকে প্রমোট করার সিদ্ধান্ত সঠিক ছিল। এরপর হার্দিকের আপাত নিরীহ বলে এনরিখ ক্লাসেন আউট হয়ে সাজঘরে ফেরেন। বুমরাহ স্লগ ওভারে বল করতে এসে ২ ওভারে মাত্র ৬ রান দেন, সঙ্গে নেন একটি উইকেট। শেষ ওভারে সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাচ তো রয়েছেই। যদিও ম্যাচ চলাকালীন যতবারই ভারতীয় দলকে সমর্থন করছিলেন ততবারই নাকি দল সমস্যায় পড়ছিল, তাই একটা সময় দাঁড়িয়ে মিলার, রাবাদাদেরই সমর্থন করা শুরু করেন জাতীয় দলের এই ক্রিকেটার।
আরও পড়ুন-মায়ের মন! অসুস্থ শরীর উপেক্ষা করেই ছেলের বিজয়যাত্রা দেখতে হাজির রোহিত জননী..
ভারতীয় দলের নবীন সদস্য ধ্রুব জুরেল টি২০ বিশ্বকাপ খেলতে না পারলেও রয়েছে বর্তমান জাতীয় দলে। টেস্টেও খেলেছেন চলতি বছরে। টি২০ বিশ্বকাপের ফাইনালের সময় আর পাঁচজন ভারতীয়র মতো তিনিও সমর্থন করছিলেন নিজের দেশকেই। কিন্তু অক্ষর প্যাটেল পরপর বাউন্ডারি খেতেই ভোল বদলে যায় তাঁর, হঠাৎই হয়ে ওঠেন প্রোটিয়া সমর্থক, তাতেই ফের ম্যাচের মোড় ঘুরে জিতে যায় ভারত। এমনই মজাদার দাবি করলেন তিনি।
আরও পড়ুন-লোকে হ্যাটা করত...এখনও রক্তক্ষরণ হচ্ছে মনে, মোদীর সামনে কী বললেন হার্দিক?
ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল বলছেন, ‘যখন আমি ভারতকে সমর্থন করছিলাম, তখন দেখছিলাম দক্ষিণ আফ্রিকা জেতার জায়গায় চলে যাচ্ছিল, এরপর আমি দঃ আফ্রিকাকে সমর্থন করা শুরু করলাম, ব্যাস ভারত জিতে গেল। চ্যাম্পিয়ন হওয়ার পর পুরো বাচ্চাদের মতো আনন্দ করেছি আমি ’ ।