শুভব্রত মুখার্জি:- বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ইস্তফা দিয়ে তিনি দেশ ছেড়ে শেষ মুহূর্তে কার্যত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার দেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। যে সরকারের প্রধান মহম্মদ ইউনুস। গোটা বাংলাদেশ জুড়ে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দিকে দিকে রয়েছে বিশৃঙ্খলা। দিকে দিকে রয়েছে বিদ্রোহের আগুন।
লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর, ডাকাতি বাদ যাচ্ছে না কিছুই। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের সর্বত্র। আগুন দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার বাড়িতে। এমন আবহে আরও একটি খবর সামনে এসেছিল। জানা গিয়েছিল বর্তমান বাংলাদেশ দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িও নাকি লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে। এমন খবর সামনে আসার বেশ কয়েকদিন বাদে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং লিটন দাস। কি জানিয়েছেন তারকা ওপেনার আসুন জেনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়াতে দেশের সামগ্রিক পরিস্থিতি-সহ নিজের পরিস্থিতির বিষয়েও লিখেছেন লিটন দাস। তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার করা হয়েছে। খবরে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে প্রচার করা হয়েছে। এই খবরের কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’
লিটন আরও জানান, 'আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আপনারা দিনাজপুর বাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয়। আমি সবার কাছে এই জন্য কৃতজ্ঞ। আশা করব ভবিষ্যতেও সবাই একসাথে থাকব। সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।'
প্রসঙ্গত দেশের অপর ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক এবং কয়েকদিন আগেও আওয়ামি লিগের হয়ে নির্বাচনে জয়ী সাংসদ ছিলেন মাশরাফি বিন মোর্তাজা। নড়াইলে তিনি তাঁর মা'কে একটি বাড়ি বানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে সেই বাড়িতে লুটপাট চালিয়ে বাড়িতে আগুন লাগানো হয়। কোনও রকমে প্রাণে বাঁচেন মাশরাফির মা।
আরও পড়ুন:- সপ্তম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্স পদক জিতলেন আমন, বাকিরা কারা?
এরপর থেকে বাংলাদেশের একের পর এক হিংসাত্মক ঘটনা সামনে এসেছে। এরপরেই লিটনের ঘটনাটি সামনে এসেছিল। শুক্রবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লিটন কুমার দাস স্বয়ং। তিনি সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ পোস্ট করে তাঁর নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত বাংলাদেশ দলের কয়েকদিন বাদেই পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে। সেই দলেও থাকতে পারেন আইপিএলে একটা সময়ে কেকেআরের হয়ে খেলা লিটন দাস।