ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সচিব জয় শাহ এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হয়েছেন। এমন অবস্থায় তার জায়গায় কোন ব্যক্তি বিসিসিআই-এর সচিব পদের দায়িত্ব নিতে চলেছেন? এই বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে এবং এ সময় অনেকের নাম সামনে উঠে আসছে।
এই দৌড়ে সবচেয়ে বড় নাম ভারতের প্রাক্তন অর্থমন্ত্রীর ছেলে রোহন জেটলির। BCCI-এর সচিব হওয়ার দৌড়ে রোহনই এগিয়ে রয়েছেন। তবে এখন বড় খবর সামনে আসছে, জেটলির জায়গায় নতুন সচিব হতে পারেন অন্য কেউ।
আরও পড়ুন… ভিডিয়ো: আমাদের আর অনুমতি দেওয়া হয় না- ভাইরাল হচ্ছে IPL নিয়ে ওয়াসিম আক্রমের মন্তব্য
সচিব পদ নিয়ে বড় তথ্য দিল বিসিসিআই
আসলে, এই তথ্যটি বিসিসিআই-এর ভিতর থেকে পাওয়া যাচ্ছে। জয় শাহের জায়গায় কে বিসিসিআই-এর সচিব পদের দায়িত্ব সামলাবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নাম নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে এখনও বিসিসিআই-এর সচিব পদের জন্য কারও নাম ঠিক করা হয়নি। অর্থাৎ রোহন জেটলির নাম এখনও ঠিক হয়নি এবং এমন পরিস্থিতিতে কে হতে চলেছেন বিসিসিআই-এর সচিব, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন… কেরিয়ারের শেষ বেলায় এসে মুখ পুড়ল! শাকিব বল করার সময় নাকি ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙছেন? উঠছে প্রশ্ন
বিসিসিআই-এর তরফ থেকে কী বলা হয়েছে-
বিসিসিআইয়ের একজন কর্মকর্তা এই বিষয় নিয়ে বলেছেন, ‘হ্যাঁ, তার নাম ঘুরে বেড়াচ্ছে ঠিকই কিন্তু এখনও তাঁকে নিয়ে কোনও আলোচনা হয়নি। তিনি জয় শাহের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে নেই পরবর্তী সচিব হিসেবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত সচিব হিসেবে কোনও আহ্বান জানায়নি। এটা যথাসময়ে নেওয়া হবে।’
জেটলি দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) দায়িত্বে রয়েছেন এবং তিনি আরও একটি মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। দিল্লিতে ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন পদের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন… ইমানে খেলিফে মহিলা নন আসলে পুরুষ! ফাঁস হল প্যারিস অলিম্পিক্সের সোনা জয়ী বক্সারের মেডিক্যাল রিপোর্ট
তালিকায় আর কার নাম ভেসে উঠছে-
আমরা আপনাকে বলি যে রোহন জেটলি বর্তমানে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এই পদে অধিষ্ঠিত। এছাড়া তিনি পেশায় একজন আইনজীবী এবং এখন তিনি এই পদে অধিষ্ঠিত হন কি না সেটাই দেখার বিষয়। আমরা যদি রোহন জেটলি ছাড়া অন্য কারও নাম যদি উঠে আসে তিনি হলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আশিস সেলার। এছাড়া আরও নাম এই তালিকায় রয়েছে। আশিস এর আগে বিজেপি থেকে বিধায়ক ছিলেন এবং এই পদের জন্য একজন শক্তিশালী প্রার্থী হিসাবে মনে করা হচ্ছে। এমন অবস্থায় এই দুজনের মধ্যে কে হচ্ছেন নতুন সচিব, সেটাই দেখার বিষয়।