শ্রীলঙ্কার হয়ে ১০০ তম টেস্ট ম্যাচ খেলে অবসরগ্রহণ দিমুথ করুণারত্নের।২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ম্যাঞ্চেস্টারে সেই ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ২০১২ সালে শ্রীলঙ্কার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় করুণারত্নের। ঘরের মাঠে সেই টেস্টে শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। অবশেষে দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা অন্যতম সফল টেস্ট ওপেনার করুণারত্নে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এই ম্যাচেই শেষবার দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। এদিন খেলা শুরুর আগে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সময়।
শেষবার দেশের হয়ে খেলতে নামার মুহূর্তে বেশ আবেগী হয়ে পড়েছিলেন দিমুথ করুণারত্নে। বৃহস্পতিবার খেলা শুরুর আগে তাঁকে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দলের তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তাঁর হাতে ১০০ তম টেস্ট খেলার ক্যাপ তুলে দেওয়া হয়। যখন এই অনুষ্ঠান চলছিল সেই সময় করুণারত্নের পাশে তাঁর মা সহ পরিবারের সদস্যরা ছিল। একটি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে অনুষ্ঠান চলার সময় ছেলের হাত ধরে রেখেছেন করুণারত্নের মা। আর এই ছবিতেই মজেছেন নেটিজেনরা। তাদের বক্তব্য- ঠিক যেন ছেলেবেলায় সন্তান প্রথম স্কুলে যাওয়ার সময় যে ভাবে হাত ধরে রাখেন মা-বাবারা, সেরকমই দৃশ্য এটি।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে শ্রীলঙ্কার হয়ে টেস্টে নিয়মিত ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখনও পর্যন্ত এক দশক সময়ে আর কোনও ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি। গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এপর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে। এখনও পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাট করে করুণারত্নে ৩৯.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৭১৭২ রান। টেস্টে সাকুল্যে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের। শততম টেস্টের প্রথম ইনিংসে ৮৩ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি।