টি২০ বিশ্বকাপ জেতার পরই এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি অবসর নিতে পারেন তা অনুমান করা গেলেও বোমা ফাটান রোহিত শর্মা। পরিস্থিতির ওপর দায় চাপিয়ে টি২০ ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন ভারতীয় টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর রবীন্দ্র জাদেজাও তাঁদের পথ অনুসরণ করে এই ফরম্যাট থেকে বিদায়ের সিদ্ধান্ত নেই। এমনিতে জাদেজার পরিবর্ত এই দলে হয়ত পাওয়া যাবে, কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার শূন্যস্থান পূরণ করবে কে? এই দুই ক্রিকেটার তো আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ রানের দৌড়ে সবসময়ই শিখরে আনাগোনা করেছেন। এবার এই নিয়েই বড় বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
আরও পড়ুন-‘২৪ রান দেওয়ার পর ভেবেছিলাম সব শেষ’! রোহিতের পেপ টকেই বদলে যায় চিত্র…ফাঁস অক্ষরের
ভারতীয় দলে একসময় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দীনেশ কার্তিক। নিদাহাস ট্রফিতে তাঁর অনবদ্য ইনিংস এখনও অনেকের মনে রয়েছে। সেই কার্তিক বেছে নিলেন এমন চার ক্রিকেটারকে, যারা বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্ভাব্য বিকল্প হিসেবে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন টি২০ ফরম্যাটে। কার্তিক অবশ্য কোয়ালিটির বিচার করে বিরাটদের বিকল্প হিসেবে তাঁদের বেছে নেননি, হাতে থাকা ক্রিকেটারের ভিত্তিতে বেছে নিয়েছেন।
আরও পড়ুন-ভারতীয় দলের কোচ হওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কি কথা হয় গৌতম গম্ভীরের?
আরসিবিতে চলতি বছরের নিজের ক্রিকেট কেরিয়ারে ইতি টানা ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক বলছেন, ‘প্রথমত রোহিত শর্মা এবং বিরাট কোহলির কোনও বিকল্প হয়না, সেটা বাছাই করা বেশ কঠিন কাজ। কিন্তু প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে আমার মনে হয় চারটি বিকল্প রয়েছে। যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেই, তাই সেই স্থানটা ছেড়ে দিচ্ছি। এরপর আরেক ওপেনার এবং ফার্স্ট ডাউন হিসেবে রুতুরাজ গায়েকওয়াড়, শুভমন গিল, অভিষেক শর্মা এবং তিলক বর্মা বিকল্প হয়ে উঠতে পারে ’।
আরও পড়ুন-বিরাট-ধোনির সঙ্গে আমার জনপ্রিয়তার তুলনা হয় না! আক্ষেপের সুরেই স্বীকারোক্তি নীরজের…
টি২০ বিশ্বকাপে না খেললেও ভারতীয় দলের নির্ভরযোগ্য সদস্য হিসেবে জিম্বাবোয়ে সিরিজে সুযোগ পেয়েই নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। রুতুরাজ গায়েকওয়াড় এবং অভিষেক শর্মা, দুই ক্রিকেটারই জিম্বাবোয়ে সিরিজে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও শ্রীলঙ্কা সিরিজের জন্য টি২০ স্কোয়াডে সুযোগ পাননি। অন্যদিকে তিলক বর্মা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে গত কয়েকবছর ধরে নজর কাড়ার পর জাতীয় দলেও মাঝে মধ্যে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। তিনি ফার্স্ট ডাউনে খেলতে পারেন, যদিও তাঁরও শ্রীলঙ্কা সিরিজের দলে ঠাই হয়নি। শ্রীলঙ্কা সিরিজে গৌতম গম্ভীর কোন কম্বিনেশনে ওপেনিং এবং টপ অর্ডার সাজান, সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটমহল।